এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:৫০ এএম

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য এসেছে। ছবি : সংগৃহীত
চীনের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে আরো বেশি ম্যাগনেট সরবরাহ করতে হবে চীনকে। তা না হলে দেশটির পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চীনকে যুক্তরাষ্ট্রকে আরো বেশি ম্যাগনেট দিতে হবে। অন্যথায় চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
প্রতিবেদনে বলা হয়, দুর্লভ খনিজ উপাদান নিয়ে চীন অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিং বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করছে চীন। সেমিকন্ডাক্টর চিপসহ নানা প্রযুক্তিপণ্যে এই উপাদানের ব্যাপক ব্যবহার রয়েছে।
ট্রাম্পের মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানও দুর্লভ খনিজ উপাদানের ওপর নির্ভরশীল।
অন্যদিকে, চীনের রপ্তানি প্রবণতা উল্টো চিত্র দেখিয়েছে। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে দেশটির বিরল খনিজ রপ্তানি জুনের তুলনায় ৪ হাজার ৭০০ টনের বেশি বেড়েছে।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে মাংসখেকো পরজীবী শনাক্ত
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য এসেছে। চলতি মাসের শুরুতে এ বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও তার নতুন হুমকি আবারও উত্তেজনা বাড়িয়েছে।
সম্প্রতি ট্রাম্প এক নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরো ৯০ দিন বাড়ান। এতে আলোচনার সুযোগ তৈরি হয়। ওই আদেশ না হলে শুল্কহার ১৪৫ শতাংশে পৌঁছাত।
এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন এক সমঝোতায় পৌঁছেছিল। তাতে শুল্কহার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনার সিদ্ধান্ত হয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়।