পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০১:১০ পিএম

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুনভাবে পরিচিত করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নতুন নাম হবে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, কারাগারকেন্দ্রিক সংশোধন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং অনুমোদনের জন্য ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আইজি প্রিজন আরো জানান, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দিদের চাপ সামলাতে ইতোমধ্যে দুটি নতুন কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া কাজের সমন্বয় বাড়াতে ঢাকা বিভাগকে ভেঙে দুটি ভাগে পুনর্গঠন করা হয়েছে।