বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:২৮ পিএম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আসছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই তার বোর্ডে যোগ দেওয়ার গুঞ্জন ছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে জানালেন, বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন তিনি। ভবিষ্যতে সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য রয়েছে তার।
প্রথমসারির এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন তামিম। একইসঙ্গে ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
তামিম বলেন, কেউ আগেভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। তবে মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না। বিসিবিতে প্রথমে পরিচালক হতে হয়, তাই আমি এবার পরিচালক পদে নির্বাচন করছি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক নির্বাচিত হতে হয় তিনটি ক্যাটাগরি থেকে। মোট ২৫ সদস্যের বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাব থেকে ১২ জন, আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিনিধি থেকে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করে দুইজন পরিচালক। পরে এই পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।
আরো পড়ুন : নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
এই প্রক্রিয়া অনুসরণ করেই তামিম বোর্ডে প্রবেশ করতে চান। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। আমার বিশ্বাস, যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখনই সভাপতি হওয়ার কথা বলা বোকামি হবে। তবে যদি সমর্থন পাই, তখন তা বিবেচনা করব।
এরই মধ্যে দুটি ক্লাবে সংগঠক হিসেবে বিনিয়োগ করেছেন তামিম। তার যেকোনো একটির কাউন্সিলর হিসেবেও তিনি নির্বাচন করতে পারেন। তিনি মনে করেন, এখন সময় এসেছে এমন প্রার্থী বেছে নেওয়ার, যারা দেশের ক্রিকেটকে সত্যিই এগিয়ে নিতে পারবেন। তার ভাষায়, ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়, সবাই বলে। কিন্তু বাস্তবে হচ্ছে একে অপরকে আক্রমণ আর গুজব ছড়ানো। অথচ আলোচনা হওয়া উচিত, কে ক্রিকেটের জন্য সবচেয়ে যোগ্য।
প্রসঙ্গত, বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে হিসেবে আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচনের অন্তত ৩০ দিন আগে কাউন্সিলর মনোনয়নের নোটিশ দেওয়া হবে, এরপর নির্বাচন কমিশন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে।