×

ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হার, কঠিন হলো টাইগারদের সুপার ফোরের পথ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

শ্রীলঙ্কার কাছে হার, কঠিন হলো টাইগারদের সুপার ফোরের পথ

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ধাক্কা খেল বাংলাদেশ। ছবি : সংগৃহীত

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ধাক্কা খেল। ব্যাটিং বিপর্যয়ে পড়ে লিটন দাসের দল মাত্র ১৪০ রানের লক্ষ্য দেয় লঙ্কানদের সামনে। সেই রান তারা তুলে নেয় ৩২ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে। ফলে বড় এই হারের পর টাইগারদের জন্য সুপার ফোরের সমীকরণ আরো জটিল হয়ে গেছে।

এখন আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটাই হয়ে উঠেছে বাংলাদেশের জন্য বাঁচা–মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই ব্যর্থ। ইনিংসের প্রথম দুই ওভারে দলীয় রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারায় টাইগাররা। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৩০ রান। শেষ পর্যন্ত টেনেটুনে ১৩৯ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।

ব্যাটিংয়ের এমন শুরুর জন্য হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেন, পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি মনে হয়। উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। ১৭০-১৮০ রান করলে সুযোগ ছিল। কিন্তু ভালো উইকেটে ১৪০ করলে জেতার জন্য নিখুঁত বোলিং ও ফিল্ডিং দরকার, যা আমরা করতে পারিনি।

আরো পড়ুন : টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে অনেকটা ফাইনালের মতো দেখছেন লিটন, সেরকমই (ফাইনালের মতো), দেখা যাক। দর্শকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সব সাপোর্টারদের ধন্যবাদ। দেশের বাইরে আমরা খেললেই তারা সমর্থন দিতে আসেন। আশা করি, আবারও এসে আমাদের সাপোর্ট করবেন।

লঙ্কান বোলারদের দাপটে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় রানের খাতা খোলার আগেই হারায় ২ উইকেট। এরপর ৯.৫ ওভারে ৫৩ রানের মধ্যেই নেই ৫ উইকেট। অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা থেকে দলকে বাঁচান শামীম পাটোয়ারী (৪২) ও জাকের আলি (৪১)। তবে সেই সংগ্রহও জয় আনতে যথেষ্ট হয়নি। বিপরীতে শ্রীলঙ্কার হয়ে পাথুম নিশাঙ্কা করেন ৫০ এবং কামিল মিশারা ৪৬ রান। এই জুটি সহজ জয় নিশ্চিত করে লঙ্কানদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

ছয় বিভাগে ভারী বৃষ্টির আভাস

ছয় বিভাগে ভারী বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App