×

ক্রিকেট

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

ছবি : সংগৃহীত

ভারতে ক্রিকেট খেলতে এসে অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার যৌন হেনস্তার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ইন্দোরের একটি রাস্তায় পায়ে হেঁটে হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন তারা। এ সময় পিছন দিক থেকে বাইক চালিয়ে এসে এক যুবক তাঁদের মধ্যে দু’জনকে অশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠেছে। আচমকা ঘটনায় হতভম্ব হয়ে যান দুই ক্রিকেটার, রাস্তাতেই কান্নায় ভেঙে পড়েন তারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অভিযুক্ত দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যায়। ফলে প্রতিবাদ বা আত্মরক্ষার সুযোগ পাননি ভুক্তভোগীরা। নিরুপায় হয়ে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে প্রথমে বার্তা পাঠান দুই ক্রিকেটার, পরে ফোনে কেঁদে জানিয়ে দেন ঘটনার বিস্তারিত বিবরণ।

ড্যানি সিমন্স জানান, ওরা আমাকে প্রথমে মেসেজ করেছিল, তারপর ফোন করে কান্নায় ভেঙে পড়ে। সব শুনেই সঙ্গে সঙ্গে আমরা ওদের হোটেলে ফিরিয়ে আনার জন্য গাড়ি পাঠাই।

অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তৎপর হয়ে অভিযুক্ত যুবক আকিলকে সেদিনই গ্রেপ্তার করে। পুলিশের তথ্য অনুযায়ী, আকিলের পূর্বে অপরাধের রেকর্ড ছিল এবং তাঁর নাম পুলিশের খাতায় আগে থেকেই ছিল। এক পথচারী যুবকের তৎপরতায় বাইকের নম্বর জানা সম্ভব হয়, পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তাকে শনাক্ত করে।

ইন্দোরের অতিরিক্ত পুলিশ কমিশনার (এএসপি) হিমানি মিশ্রা জানান, দুই অস্ট্রেলীয় ক্রিকেটারের বয়ান রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন : আইসিসি থেকে বড় সুখবর পেলেন রিশাদ

এ ঘটনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড শনিবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে ইনদোরে এক বাইক আরোহী অশালীনভাবে স্পর্শ করেছে। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং তদন্ত চলছে।

ঘটনাটি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই ঘটেছে। ইনদোরের হোলকার স্টেডিয়ামে চলতি সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, যার মধ্যে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচও ছিল।

ইন্দোরের এই ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীরা ক্ষমতাসীন বিজেপি সরকারকে কঠোর সমালোচনা করে বলছে, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণ গোটা দেশের মাথা নিচু করেছে।

অন্যদিকে, বিজেপি নেতারা বিরোধীদের রাজনৈতিক সুবিধা না নেওয়ার আহ্বান জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও ডনের

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও ডনের

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ

জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App