×

ঢালিউড

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও ডনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও ডনের

খলনায়ক ডন হক, সালমান শাহ্‌ ও সামিরা। ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জন্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি। নতুন আদেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহর পরিবার বরাবরই দাবি করে এসেছে যে, তিনি পরিকল্পিতভাবে হত্যা হয়েছেন। মা নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন, হত্যা মামলা করার চেষ্টা করলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। তখন পুলিশ জানিয়েছিল, তদন্তের সময় যদি হত্যার প্রমাণ পাওয়া যায়, তা স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।

সালমানের মৃত্যুর পর পরিবারের অভিযোগের তির ছিল তাঁর স্ত্রী সামিরার দিকে, যা সামিরা বরাবর অস্বীকার করেছেন। গত বছর এক ভিডিও সাক্ষাৎকারে সামিরা সরাসরি বলেছিলেন, আত্মহত্যা যারা করে, তারা তো কিছু বলে না… এটি আত্মহত্যা। তিনি আরো দাবি করেছেন, সালমান মানসিকভাবে ‘সুইসাইডাল বাই নেচার’ ছিলেন এবং বিয়ের আগের তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

মামলায় অভিযুক্ত ডন হককে কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। সামিরার সঙ্গে যোগাযোগের সব মাধ্যম বন্ধ রয়েছে।

আরো পড়ুন : তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

সালমান শাহ ১৯৯০-এর দশকে ঢালিউডে অভিষেক করেন। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে তিনি ২৭টি ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের কাছে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন। মৃত্যুর ২৯ বছর পরও তাঁর নাম চলচ্চিত্রপ্রেমীদের মনে চিরস্মরণীয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি ‘প্রেম পিয়াসী’ ছবির ডাবিংয়ে ব্যস্ত ছিলেন। ওই দিন শাবনূরও উপস্থিত ছিলেন। সালমান ও শাবনূরের খুনসুটি দেখার পর সামিরা গাড়িতে ওঠেন। সালমান ও পরিচালক বাদল খন্দকার গাড়ি থেকে নেমে কিছুক্ষণ আড্ডা দেন। রাতে সালমানকে নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়। শেষের দিকে সালমান মানসিক চাপে ছিলেন; পরিবারের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার অভাব তাঁকে চাপের মধ্যে রেখেছিল।

আদালতের এই নতুন নির্দেশ এবং মামলার পুনরুজ্জীবনের খবরে সালমান শাহর ভক্তদের মধ্যে উত্তেজনা ও আশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা হত্যার নেপথ্য রহস্য উদ্‌ঘাটনের অপেক্ষায় ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

ব্যক্তিপর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যক্তিপর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন পাবনার পলাশ হোসেন

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন পাবনার পলাশ হোসেন

দীর্ঘ হচ্ছে খেলাপির তালিকা

দীর্ঘ হচ্ছে খেলাপির তালিকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App