মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের একটি বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, একজন পথচারী ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এমন সময় উপর থেকে একটি বেয়ারিং প্যাড তার মাথার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, নিহত যুবকের নাম–পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি আমরা মেট্রো স্টেশন কর্তৃপক্ষকে জানিয়েছি। নিরাপত্তার স্বার্থে আপাতত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরো পড়ুন : জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ
প্রত্যক্ষদর্শীরা জানান, বেয়ারিং প্যাডটি পড়ে একজন পথচারীর মৃত্যু হওয়ার পাশাপাশি ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি অংশে মেট্রো লাইনের একটি ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের মধ্যে একটি স্প্রিং সরে যাওয়ার ঘটনা ঘটেছিল।
উল্লেখ্য, বেয়ারিং প্যাড একটি বিশেষ ধরনের রাবারজাত উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্থাপন করা হয়, যাতে সেতুর কাঠামো ও রেললাইনের ভারসাম্য বজায় থাকে।
