×

ভারত

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পরমাণু যুদ্ধ থামাতে দুই দেশকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে ইউএস–সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর জিও টিভির। 

সম্মেলনে ট্রাম্প বলেন, দুই দেশই তখন পরমাণু হামলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। বিষয়টি জানার পর আমি তাদের বললাম— চাইলে আপনারা যুদ্ধ চালিয়ে যেতে পারেন, তবে তাতে আপনাদের প্রত্যেকের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করব। আপনারা বোমা ফেলবেন, মানুষ মারা যাবে, আর সেই পরমাণু ধুলোবালি লস অ্যাঞ্জেলেসে এসে পড়বে— এটা কখনোই হওয়া উচিত নয়।

ট্রাম্প বলেন, আমি যখন এই শুল্ক হুমকি দিলাম, দুই দেশের নেতারাই জানালেন— তারা এটি পছন্দ করছেন না। তখন আমি বললাম, পছন্দ করুন বা না করুন, তাতে আমার কিছু আসে যায় না।

ট্রাম্পের দাবি, এই বক্তব্যের কিছুক্ষণ পরই তাকে টেলিফোন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, পাকিস্তান সংঘাত থামাতে প্রস্তুত। এরপর ভারতের প্রধানমন্ত্রীও তাকে ফোন করে একই বার্তা দেন। ট্রাম্প বলেন, সত্যিকারের অর্থেই আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।

২২ এপ্রিল কাশ্মিরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) পাকিস্তানভিত্তিক লস্কর–ই–তৈয়বার একটি শাখা সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় হিন্দু তীর্থযাত্রী।

এ ঘটনার জবাবে ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালায়। কয়েক ঘণ্টার এই সামরিক অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ একাধিক স্থানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে ১৩ পাকিস্তানি সেনাসহ ৫১ জনকে হত্যা করা হয়।

পরে পাকিস্তান ‘বুনিয়ান উন মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়, যেখানে ৫ ভারতীয় সেনা ও ১৬ বেসামরিক নাগরিক নিহত হন।

সংঘাতের উত্তেজনা চূড়ান্তে পৌঁছালে ১০ মে প্রথমবার টেলিফোন বৈঠকে মিলিত হন দুই দেশের ডিজিএমও— ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। বৈঠকের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা পরবর্তীতে আরও দু’দফা বাড়ানো হয়। এখনো যুদ্ধবিরতি বজায় আছে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে।

উল্লেখ্য, ট্রাম্প আগেও দাবি করেছেন যে তিনি ভারত–পাকিস্তানের সম্ভাব্য পরমাণু যুদ্ধ ঠেকিয়েছেন। পাকিস্তান তার দাবি স্বীকার করলেও ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলেন ভারতের হাইকমিশনার

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলেন ভারতের হাইকমিশনার

নির্বাচনে লড়তে বামদলগুলোর বৃহত্তর জোট গঠনের উদ্যোগ

নির্বাচনে লড়তে বামদলগুলোর বৃহত্তর জোট গঠনের উদ্যোগ

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

ইতিহাসে কিংবদন্তিদের কাতারে মুশফিক

শততম টেস্টে সেঞ্চুরি ইতিহাসে কিংবদন্তিদের কাতারে মুশফিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App