×

ক্রিকেট

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস!

লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের সময়টা বেশ ভালোই কাটছিল। টানা তিন সিরিজ জয়, এশিয়া কাপের শেষ ম্যাচ পর্যন্ত ফাইনালের লড়াই ধরে রাখা সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে দলটি ছিল দারুণ মোমেন্টামে। তবে সেই সময়েই অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন লিটন দাস।

চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেও ২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেই লিটন নেতৃত্বে নিজের সামর্থ্য দেখান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দায়িত্ব পাওয়ার পর প্রথম দুই সিরিজে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হারার পর দল ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ে। এশিয়া কাপের শেষ ম্যাচ পর্যন্ত ছিল ফাইনালের আশা।

আফগানিস্তান সিরিজে লিটন না থাকলেও দল জিতেছে ৩-০ ব্যবধানে। মাঝে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে দল ছিল আত্মবিশ্বাসী। এমন সময় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে সবাইকে চমকে দিলেন লিটন দাস।

আরো পড়ুন : আশরাফুলের কাজ নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ রাজ্জাক

এর প্রধান কারণ অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ। আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে শামীম হোসেন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন লিটন। তিনি জানান, শামীমকে নিয়ে তার পরিকল্পনা ছিল, কিন্তু তাকে কিছু না জানিয়েই বাদ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, শামীম থাকলে ভালো হতো। এটা আমার সিদ্ধান্ত না, সম্পূর্ণ নির্বাচকদের কল। আমাকে কোনো নোটিশ না দিয়েই বাদ দেওয়া হয়েছে—উইদাউট অ্যানি নোটিশ।

এ বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্ট করে বলেন, অধিনায়কের চাওয়া পূরণের কোনো বাধ্যবাধকতা তাদের নেই। তিনি বলেন, আমাদের কারও অনুমতি নেওয়ার দরকার নেই। এটা আমাদের কাজ। অধিনায়ক–কোচ যা বলেছে, সেভাবে দল দিলে আমাদের থাকার দরকার কী?

সাধারণত বিশ্ব ক্রিকেটে অধিনায়কের স্কোয়াড নির্বাচনে ভূমিকা থাকে। কিন্তু বাংলাদেশে এবার সেই প্রক্রিয়া পুরোপুরি উপেক্ষিত হয়েছে। লিটনও জানতেন না তিনি স্কোয়াড গঠনে কোনো মত দিতে পারবেন না।

তিনি বলেন, আমাকে বলা হয়েছে, নির্বাচকেরা যে দল দেবেন, সেটাই নিতে হবে। আমি কোন খেলোয়াড় চাই বা চাই না, এতে আমার কোনো কথা নেই। আগে জানতাম অধিনায়ক হলে দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। এখন জানতে পারলাম, আমাকে শুধু নামানো দল নিয়ে খেলতে হবে।

অধিনায়কের স্বাধীনতায় এমন হস্তক্ষেপে দায়িত্ব পালন কঠিন হয়ে দাঁড়ায়। লিটনও জানিয়ে দিয়েছেন বিষয়টি তাকে ভাবাচ্ছে। প্রশ্ন করা হলে তিনি বলেন, ওটা পরে দেখা যাবে। বিশ্বকাপ প্রসঙ্গ উঠতেই আরো স্পষ্ট ইঙ্গিত দেন, বিশ্বকাপ পর্যন্ত আমি থাকি কি না দেখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ শেখ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

সিসিইউতে খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়া

বঙ্গোপসাগরের নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরের নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস!

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App