×

ক্রিকেট

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

ছবি : সংগৃহীত

আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচসহ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সফরটি দুই ভাগে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের সূচি ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ৩ মে। এর ফলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ নির্ধারিত সময়ের পরিবর্তে অন্য সময়ে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানের এই প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে। ফলে পিএসএলের আগে ও পরে দুই ভাগে বিভক্ত করে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ আয়োজন করা হবে।

আরো পড়ুন : আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

বিষয়টি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, পিএসএলের কারণে পাকিস্তান সিরিজের সময়সূচি পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে ও পরে দুই ভাগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে।

তবে কোন ফরম্যাটের সিরিজ আগে অনুষ্ঠিত হবে। ওয়ানডে নাকি টি-টোয়েন্টি—সে বিষয়ে দুই দলের পরিকল্পনার ওপর সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানান তিনি। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি দুই দেশের ক্রিকেট বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

তাইওয়ানের কাছে ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের কাছে ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App