×

জাতীয়

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে, এমন তথ্য ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জানানো হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে সরকারের হালনাগাদ প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা তুলে ধরতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি বিশেষ ব্রিফিং সভার আয়োজন করা হয়।

সভায় ব্রিফিংকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানিয়েছে। পর্যবেক্ষকরা এলে নির্বাচন কমিশন তাদের স্বাগত জানাবে। একই সঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদাসতর্ক ও সচেষ্ট রয়েছে।

আরো পড়ুন : গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

এ সময় ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর প্রতিনিধিদের নিরাপত্তা নিয়েও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে তাদের আশ্বস্ত করা হয়।

ব্রিফিং সভায় ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের বিষয়টি সামনে আসায় বিদেশি কূটনীতিকদের মধ্যেও বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই সরকারের অবস্থান ও প্রস্তুতি পরিষ্কার করতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

তাইওয়ানের কাছে ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের কাছে ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App