×

ক্রিকেট

বিসিবির বিবৃতি

ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন

ছবি : সংগৃহীত

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করেছিল বাংলাদেশ। এ বিষয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে প্রকাশিত বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

বিবৃতিতে বলা হয়, বিসিবির উত্থাপিত নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শকে স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।

একই সঙ্গে বিসিবি স্পষ্ট করেছে, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের একাংশে প্রকাশিত এমন কিছু প্রতিবেদন—যেখানে দাবি করা হয়েছে আইসিসি নাকি বিসিবিকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দিয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব তথ্য আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের প্রকৃতি কিংবা আলোচনার বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে বোর্ড।

বিসিবির বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা অব্যাহত রাখবে। এর লক্ষ্য হলো একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো, যাতে টুর্নামেন্টে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিরাপদ, নির্বিঘ্ন ও সফল হয়।

এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিসিবি দৃঢ় অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যকার একটি ভার্চুয়াল বৈঠক নিয়ে ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যানের কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি এবং ভারতেই খেলতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকির কথা বলা হয়েছে। তবে বিসিবির বিবৃতিতে এ ধরনের দাবিকে সরাসরি নাকচ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস

সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

এলপিজির সংকট ও দাম নিয়ন্ত্রণে ভ্যাট পুনর্নির্ধারণের উদ্যোগ

এলপিজির সংকট ও দাম নিয়ন্ত্রণে ভ্যাট পুনর্নির্ধারণের উদ্যোগ

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App