থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের খুব কাছে বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি : সংগৃহীত
নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ দুই ম্যাচের মধ্যে একটি জয় পেলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। এমনকি কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের।
নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ডের মেয়েরা ২০ ওভারে ৮ উইকেটে করতে পারে ১২৬ রান।
ব্যাটিংয়ে নামার শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। এরপর ৯ বলে ১১ রান করে আউট হন আরেক ওপেনার শারমিন আক্তার।
তবে তৃতীয় উইকেটে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারির দৃঢ় জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন মিলে গড়েন ১১০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। এই জুটির দুই ব্যাটারই ফিফটির দেখা পান। জুয়াইরিয়া ফেরদৌস ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কায় করেন ৫৬ রান। শবানা মোস্তারি ৪২ বলে নয়টি চার ও একটি ছক্কায় করেন ৫৯ রান।
আরো পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, যা বলছে বিসিবি
এরপর আর কেউ বড় ইনিংস খেলতে না পারলেও রিতুমনি মাত্র ৬ বলে ১৫ রানের একটি ঝরঝরে ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া স্বর্ণা আক্তার করেন ৪ রান, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ এবং ফাহিমা খাতুন ১ রান যোগ করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতেই উইকেট হারালেও পরের তিন ব্যাটার ইতিবাচক ব্যাটিং করেন। তবে মধ্য ও শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন নাথাকান চান্থাম। নারুয়েমোল চাইহাই করেন ৩০ রান এবং নান্নাপাত কোনছারোয়েনকাই যোগ করেন ২৯ রান। অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। রিতুমনি ও স্বর্ণা আক্তার দুটি করে উইকেট নেন। আর একটি উইকেট পান ফাহিমা খাতুন।
এই জয়ের ফলে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন আরো দৃঢ়ভাবে সামনে দেখছে বাংলাদেশ দল।
