×

গণমাধ্যম

ক্র্যাব সাংবাদিকদের ওপর হামলা

মূল হোতাসহ সব আসামির গ্রেপ্তারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

মূল হোতাসহ সব আসামির গ্রেপ্তারের দাবি

ছবি : ভোরের কাগজ

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদাবাজির প্রতিবাদ করায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হলেও মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ক্র্যাব নেতৃত্ব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এক বিবৃতিতে এই দাবি জানান। একই সঙ্গে তারা ড্রিম হলিডে পার্কসংলগ্ন এলাকায় সক্রিয় চাঁদাবাজদের তালিকা তৈরি করে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এদিকে সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ), ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনসহ একাধিক সাংবাদিক সংগঠন।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থানাধীন ড্রিম হলিডে পার্কের সামনে বাস পার্কিং এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। ঘটনার পর ওইদিনই ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ক্র্যাব ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সংগঠনের সদস্যরা পরিবারসহ ১২টি বাসে করে সোমবার সকালে ড্রিম হলিডে পার্কে যান। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাসে ওঠার সময় পার্কিং ফি নিয়ে স্থানীয় ‘আলী গাড়ি পার্কিং’-এর মালিক হারুন মিয়া ও তার সহযোগীদের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পার্কিং ফি-এর রশিদ চাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, হারুন মিয়া, তার ছেলে এবং সহযোগীরা দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আলাল সরকার নামে এক ব্যক্তি ধারালো দা দিয়ে এস এম ফয়েজের মাথায় আঘাত করেন। একই ঘটনায় খবর সংযোগের সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম শাহেদ এবং জিটিভির সিনিয়র রিপোর্টার মহসিন কবির আহত হন। এছাড়া এক সাংবাদিকের কাছ থেকে চার হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোমবারই আলাল সরকার (২৬) ও রনি মিয়া (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়। আহত সাংবাদিকদের নরসিংদী সদর হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ‘এই ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। ইতোমধ্যে তিনজন গ্রেপ্তার হলেও মূল হোতাসহ সব জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল হোতাসহ সব আসামির গ্রেপ্তারের দাবি

ক্র্যাব সাংবাদিকদের ওপর হামলা মূল হোতাসহ সব আসামির গ্রেপ্তারের দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে

নাহিদ ইসলাম পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App