×
Icon ব্রেকিং
উত্তরায় বিমান দুর্ঘটনায় ২০ জন নিহত, ১৭১ জন আহত হয়েছেন

অপরাধ

সন্তানদের ছবি হাতে হাসপাতালে খুঁজছেন অনেক স্বজন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম

সন্তানদের ছবি হাতে হাসপাতালে খুঁজছেন অনেক স্বজন

ছবি: সংগৃহীত

উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে এখনো অসংখ্য মানুষ ভিড় করে আছেন। তাদের মধ্যে অনেকে এসেছে আহতদের সঙ্গে এবং অনেকে এখনো স্বজনদের খুঁজছেন।

এই স্বজনদের অনেকে তাদের সন্তানদের ছবি নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন। এই হাসপাতালেও তারা স্বজনকে খুঁজতে এসেছিলেন।

প্রাথমিকভাবে এই হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তাদের অনেকে অন্যান্য হাসপাতালে চলে গেছেন। এখনো ২৩ জন ভর্তি রয়েছেন।

কিছুক্ষণ পরপরেই সেখানে রোগীদের স্বজনরা আসছেন, ছোটাছুটি করছেন। আহতদের জন্য রক্তের প্রয়োজন হলে অনেকে স্বেচ্ছায় রক্ত দিতে হাসপাতালে এসেছেন।

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন। তারা জানিয়েছেন, ওই স্কুল থেকে আহতদের উদ্ধার করে শুরুতেই এই আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের বেশিরভাগের শরীরের নানা অংশ পুড়ে গিয়েছে।

একজন চিকিৎসক জানিয়েছেন, আহত বা দগ্ধ অবস্থায় যাদের আনা হয়েছে। তাদের বেশিরভাগের বয়স ছিল ১০ থেকে ১৮ বছরের মধ্যে। অর্থাৎ তারা প্রায় সকলেই ওই স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। তাদের কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছে, কাউকে কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্ঘটনা এড়াতে যা করেছিলেন পাইলট তৌকির

দুর্ঘটনা এড়াতে যা করেছিলেন পাইলট তৌকির

সাগরিকার ৪ গোলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাগরিকার ৪ গোলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সন্তানদের ছবি হাতে হাসপাতালে খুঁজছেন অনেক স্বজন

সন্তানদের ছবি হাতে হাসপাতালে খুঁজছেন অনেক স্বজন

একজন বাবা হিসেবে এই যন্ত্রণা গভীরভাবে অনুভব করছি: সাকিব

একজন বাবা হিসেবে এই যন্ত্রণা গভীরভাবে অনুভব করছি: সাকিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App