সরকারি ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা সঠিক অর্থে নির্বাচন নয়, বরং নির্বাচনের নামে প্রহসন। তার দাবি, এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।
শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটি আমরা ঠিক নির্বাচন হিসেবে মনে করি না। এটা নির্বাচনের নামে এক ধরনের প্রহসন বলেই আমার বিশ্বাস। শেখ হাসিনা সরকারের সময় যেমন নিজের দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, এবারও মোটামুটি সরকারি দল ও আধা-সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে।
তিনি বলেন, সাধারণত একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে একপক্ষ থাকে সরকারপক্ষ আর অন্যপক্ষ থাকে প্রতিপক্ষ। কিন্তু এবার প্রতিপক্ষকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এ কারণে নির্বাচনের ফল পূর্বনির্ধারিত হওয়ার আশঙ্কা আছে বলেও মন্তব্য করেন জিএম কাদের।