×

অপরাধ

অভিনেত্রী হিমুকে আত্মহত্যায় প্ররোচনা: রাফির বিচার শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম

অভিনেত্রী হিমুকে আত্মহত্যায় প্ররোচনা: রাফির বিচার শুরু

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে করা মামলায় তার ছেলেবন্ধু (বয়ফ্রেন্ড) মোহাম্মদ জিয়াউদ্দিন রাফির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। আদালতের পেশকার শিশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ২ নভেম্বর রাতে হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। মামলায় হিমুর ছেলেবন্ধু জিয়াউদ্দিন রাফিকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ আগস্ট রাফিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন।

মামলায় নাহিদ আক্তার অভিযোগ করেন, জিয়াউদ্দিন রাফি হিমুর ছেলেবন্ধু। ছয় মাস আগে থেকে তিনি নিয়মিত তার বাসায় যাতায়াত এবং মাঝে-মধ্যে রাত্রি যাপন করতেন। ২০২৩ সালের ১ নভেম্বর রাফির মোবাইল ফোন নম্বর ও ভিগো আইডি ব্লক করেন হিমু। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়।

তিনি বলেন, একই বছরের ২ নভেম্বর বিকেল ৩টার দিকে রাফি বাসায় এসে কলিংবেল দেন। ওই বাসায় থাকা মেকআপ ম্যান মিহির দরজা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। মিহির তার রুমে চলে যান। ৫টার দিকে রাফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন, হিমু আত্মহত্যা করেছেন। তখন মিহির তাকে জিজ্ঞেস করেন, আপনি তো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান।

বাদী আরও বলেন, মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে গিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। রুমে থাকা দুটি কাচের গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি রাফি কৌশলে নিয়ে চলে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফজলুর রহমানের সব পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি

ফজলুর রহমানের সব পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি

যারা নির্বাচনবিরোধী কথা বলবে, রাজনীতির মাঠ থেকে বাদ পড়বে তারা

সালাহউদ্দিন আহমদের মন্তব্য যারা নির্বাচনবিরোধী কথা বলবে, রাজনীতির মাঠ থেকে বাদ পড়বে তারা

ডাকসু নির্বাচন: চূড়ান্ত মনোনয়ন পেলেন ৪৭১ প্রার্থী, লড়বেন ২৮ পদে

ডাকসু নির্বাচন: চূড়ান্ত মনোনয়ন পেলেন ৪৭১ প্রার্থী, লড়বেন ২৮ পদে

অভিনেত্রী হিমুকে আত্মহত্যায় প্ররোচনা: রাফির বিচার শুরু

অভিনেত্রী হিমুকে আত্মহত্যায় প্ররোচনা: রাফির বিচার শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App