×

অপরাধ

ই-কমার্স প্রতিষ্ঠান

দালাল প্লাসের বিরুদ্ধে ৮ কোটি টাকার মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ এএম

দালাল প্লাসের বিরুদ্ধে ৮ কোটি টাকার মামলা

দালাল প্লাস লোগো

রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ঢাকার বিজ্ঞ সি.এম.এম আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গ্রাহক আহসান হাবিব শুভসহ একাধিক অভিযোগকারী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা দালাল প্লাস (ব্রোকার ডিজিটাল সল্যুশন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান) নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোটরবাইক ও মোবাইল ফোন বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে প্রায় ৮ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৬৬৩ টাকা হাতিয়ে নেন। প্রতিশ্রুতি অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে পণ্য সরবরাহ না করে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের ঘুরাতে থাকেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তারা।

অভিযোগে আরও বলা হয়, পণ্য সরবরাহে ব্যর্থ হয়ে আসামিরা গ্রাহকদের নগদ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন। সর্বশেষ গত ১০ আগস্ট ২০২৫ তারিখে পাওনা টাকা চাইতে গেলে বাদী ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় তাদেরকে অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীর সহায়তায় অপমানজনক ভাষায় গালিগালাজ করে এবং জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

মামলায় মোট ২১ জন ভুক্তভোগীর নাম উল্লেখ করা হয়েছে। বাদীর পক্ষে নিয়োজিত আম-মোক্তার মো. আল-আমিন আদালতে এজাহার জমা দেন। মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সালেহ উদ্দিন মুরাদ, পরিচালক আজিজুল হক সুমন, আবু জুবায়ের হোসেন রাব্বি, হাসনাইন খোরশেদ, আব্দুস সালাম, ছালেহা আক্তারসহ একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষ অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে অনলাইন ভাউচারের মাধ্যমে অর্থ গ্রহণ করে আসছিল। তবে প্রকৃতপক্ষে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসামিরা ভোক্তাদের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগপত্র গ্রহণ করেছে। একই সঙ্গে আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দালাল প্লাসের বিরুদ্ধে ৮ কোটি টাকার মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের বিরুদ্ধে ৮ কোটি টাকার মামলা

প্রশাসক নিয়োগ বৈধতার শুনানির আগে নগদ বিক্রির প্রক্রিয়া অবৈধ: সুপ্রিম কোর্ট

প্রশাসক নিয়োগ বৈধতার শুনানির আগে নগদ বিক্রির প্রক্রিয়া অবৈধ: সুপ্রিম কোর্ট

জাতীয় ঐক্যের মেরুদণ্ড হোক সাম্প্রদায়িক সম্প্রীতি

জাতীয় ঐক্যের মেরুদণ্ড হোক সাম্প্রদায়িক সম্প্রীতি

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App