×

অপরাধ

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন, নতুন যে তথ্য দিলো পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন,  নতুন যে তথ্য দিলো পুলিশ

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে নিজেদের বাসায় মা–মেয়েকে হত্যার ঘটনায় ওই বাসায় নতুন গৃহকর্মীর কাজ করা এক নারীকে একমাত্র সন্দেহভাজন মনে করছে পুলিশ। তবে এখনো তাকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের চার দিন আগে ওই নারী গৃহকর্মীর কাজ শুরু করেন। প্রতিদিনই তিনি বোরকা বা মুখ ঢেকে বাসায় আসা–যাওয়া করতেন। এ কারণে সিসিটিভি ক্যামেরায় তার মুখ স্পষ্ট দেখা যায়নি। খুন হওয়া লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫) ছাড়া পরিবারের কেউ তার মুখ দেখেননি, ফলে তার নাম–পরিচয়ও অজানা রয়ে গেছে।

গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় লায়লার স্বামী আজিজুল ইসলাম বাসার বাইরে ছিলেন। রাতেই তিনি অজ্ঞাত গৃহকর্মীকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

আরো পড়ুন : হত্যার পর গোসল করে স্কুলড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী

ঘটনার পর ভবনের এক নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন মঙ্গলবার রাতে জানান, নিরাপত্তাকর্মী স্বীকার করেছেন যে লায়লা আফরোজের পরিবারের প্রয়োজনীয়তা অনুযায়ী তিনি চার দিন আগে এক অচেনা নারীকে গৃহকর্মীর কাজের জন্য বাসায় নিয়ে গিয়েছিলেন। তার সঙ্গে নিরাপত্তাকর্মীর পূর্বপরিচয় ছিল না।

নিহতদের স্বজনরাও নিশ্চিত করেছেন, ওই নারী সকালে এসে কাজ করতেন এবং বিকালে চলে যেতেন। পরিচয় ও ফোন নম্বর জানতে চাইলে তিনি নানা অজুহাতে তা দিতে অস্বীকার করেছিলেন।

পেশায় শিক্ষক আজিজুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি কর্মস্থল উত্তরা চলে যান। পরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ না পেয়ে বেলা ১১টার দিকে বাসায় ফিরে দেখেন, স্ত্রী রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন এবং গুরুতর জখম অবস্থায় মেয়েকে তিনি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৭টা ৫১ মিনিটে গৃহকর্মী বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে মেয়ের স্কুলড্রেস পরে বাসা ছেড়ে চলে যান। যাওয়ার সময় তিনি একটি ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, গৃহকর্মীর পরিচয় শনাক্তে কাজ চলছে। এখনও উল্লেখ করার মতো অগ্রগতি নেই, তবে তদন্ত অব্যাহত আছে।

এদিকে নিহত মা–মেয়েকে মঙ্গলবার তাদের গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়। নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। মরদেহ পৌঁছালে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে এলাকাজুড়ে শোকের আবহ নেমে আসে। জানাজার আগে স্বজনরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন,  নতুন যে তথ্য দিলো পুলিশ

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন, নতুন যে তথ্য দিলো পুলিশ

পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন প্রায় ৩ লাখ

পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন প্রায় ৩ লাখ

প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা

এনসিপি প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App