রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে কমিশন সূত্র।
এদিনই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। এই ভাষণেই ঘোষণা করা হবে নির্বাচন ও গণভোটের তফসিল।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ভোট আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইসি সূত্র জানায়, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হতে পারে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের নিবন্ধনও স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। ফলে এবার ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকছে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেসব দলের নিবন্ধন বাতিল বা স্থগিত রয়েছে, তাদের প্রতীক ব্যালটে অন্তর্ভুক্ত হবে না।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। একই সুবিধা পাবেন, দেশের ভেতরে দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা ও কারাবন্দী ভোটাররা।
এছাড়া জোট গঠন করলেও কোনো দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না—এ নিয়মও নতুনভাবে প্রয়োগ করা হচ্ছে।
সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,২৩৪ জন।
ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। পুরো দেশে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি, ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। দুই ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষ বাড়তে পারে।
বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল সংখ্যা ৫৬। বিএনপি, জামায়াত, এনসিপিসহ অর্ধশতাধিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। তবে আওয়ামী লীগ ভোটের বাইরে এবং জাতীয় পার্টির সিদ্ধান্ত এখনও পরিষ্কার নয়। ইসি সচিব আখতার আহমেদ বলেন, যেসব দলের নিবন্ধন রয়েছে, তাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারের সব সামগ্রী সরাতে হবে। তা না হলে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পর মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং গঠিত হবে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠে নেমে যাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটিও।
