আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল বিভাগে আপিল করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) করা আপিলে তারা আসামিদের সাজা মৃত্যুদণ্ডে পরিণত করার দাবি জানিয়েছে।
প্রসিকিউশন আপিলে মোট আটটি আইনি যুক্তি তুলে ধরেছে। আপিল দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড আরোপের জন্য আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজই আপিল করেছি। এতে আটটি ‘গ্রাউন্ড’ উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। আমরা নির্ধারিত সময়ের আগেই আপিল করেছি। আপিল নিষ্পত্তি হওয়ার জন্য ৬০ দিনের বিধান রয়েছে। আশা করছি, এ সময়ের মধ্যে আপিলটি নিষ্পত্তি হবে।
আরো পড়ুন : শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের নেপথ্যে যে বাধা
প্রসিকিউটরের বক্তব্য, এই অপরাধের নৃশংসতার গভীরতা বিবেচনায় আমৃত্যু কারাদণ্ড অপরিপক্ক বা কম হয়েছে। অতএব, এ ধরনের ভয়াবহ অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি। আইন অনুযায়ী এমন নৃশংস অপরাধে মৃত্যুদণ্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ, তাদের নির্দেশ বা উসকানিতে ১,৪০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ২৫,০০০-এর বেশি আহত হয়েছেন।
উল্লেখ্য, মামলাটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে অন্যতম গুরুতর মামলা হিসেবে বিবেচিত হচ্ছে। আপিলের পর রায়ের পরিপ্রেক্ষিতে আসামিদের শাস্তি পরিবর্তনের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
