×

গণমাধ্যম

এখনো ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

এখনো ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর। ছবি : সংগৃহীত

আটকের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অবস্থান করছেন সাংবাদিক আনিস আলমগীর। ডিবি সূত্রে জানা গেছে, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আনিস আলমগীরকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি এবং তিনি বর্তমানে ডিবি কার্যালয়েই রয়েছেন। তিনি জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হলে তখন গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

আরো পড়ুন : ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

অভিযোগে নাম আসা অপর দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়, রোববার রাত আড়াইটার পর অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এটি মূলত সাইবার-সংক্রান্ত অভিযোগ, যেখানে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিষয়টি উল্লেখ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে অভিযোগটি মামলা আকারে রেকর্ড হয়নি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালকে উড়িয়ে সেমিতে এক পা রাখল বাংলাদেশ

নেপালকে উড়িয়ে সেমিতে এক পা রাখল বাংলাদেশ

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন

আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন

অবৈধ মাদক নিরাময় কেন্দ্রের দৌরাত্ম্য, চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

অবৈধ মাদক নিরাময় কেন্দ্রের দৌরাত্ম্য, চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App