×

রাজশাহী

আরআরপি ফার্মাসিউটিক্যালসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

আরআরপি ফার্মাসিউটিক্যালসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ছবি : ভোরের কাগজ

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরআরপি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি এলাকায় দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরআরপি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে এই ফার্মাসিউটিক্যালসের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান। আরআরপি গ্রুপের চেয়ারম্যান মো. মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আশরাফ হোসাইন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেকুজ্জামান, উপপরিচালক (প্রশাসন) ডা. মো. তারেক হোসেন, উপপরিচালক ডা. শেখ শাহীনুর ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ওয়াহিদ মাহমুদ, তানভীর আহমেদ, পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম, পাবনা এনএসআইয়ের উপপরিচালক তৌহিদ ইকবাল, আরআরপি ফার্মাসিউটিক্যালসের সিইও মি. মার্ক, ঊর্ধ্বতন কর্মকর্তা মি. লি এবং খামারি সাইফুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরআরপি গ্রুপের পরিচালক (মার্কেটিং) মো. আজমল হোসেন। সার্বিক সমন্বয়ে ছিলেন পরিচালক (অপারেশন) রফিকুল আলম ও মামুনুর রশিদ রেইন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আবু সুফিয়ান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, আমাদের নিজস্ব উৎপাদিত গবাদিপশুর মাধ্যমে দেশের চাহিদা পূরণ করতে হবে। ঔষধের মানের বিষয়ে কোনো আপোষ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত পণ্য ছাড়া বাজারে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করলো মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করলো মিয়ানমার

নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ

নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ

ইসিতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল

ইসিতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App