ইসিতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির সময় নির্বাচন কমিশনের (ইসি) ভবনে প্রার্থীদের মধ্যে হট্টগোল এবং উত্তেজনার ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানমের মনোনয়ন বৈধতার আপিল শুনানির সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা নেওয়া হচ্ছিল। শুনানির এক পর্যায়ে দুপুরে আধা ঘণ্টার বিরতি দেওয়া হয়। এ বিরতির সময় বিভিন্ন প্রার্থীর আইনজীবী মঞ্চের সামনে জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু পরিস্থিতি আরো উত্তপ্ত করেন।
পরে কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে ওঠেন এবং মিন্টুর সঙ্গে বিরোধের বিষয়টি কেন্দ্র করে পরিস্থিতি আরো গরম হয়। আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন : হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
শুনানির পুনঃসূচনা শেষে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ তোলেন যে, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন। এছাড়া কিশোরগঞ্জের বিএনপিপ্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকদের ওপর ১৬ জানুয়ারি হামলার অভিযোগও সামনে আসে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে, ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা না ঘটানোর পরামর্শ দিয়েছেন এবং তদন্ত কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
