×

ঢালিউড

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

প্রায় দুই বছর পর আবারও বড়পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সজল।

অপু বিশ্বাস জানান, ‘দুর্বার’ সিনেমার শুটিং দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই সিনেমায় দর্শক তাকে একেবারে ভিন্ন ও নতুন রূপে দেখতে পাবেন বলে জানান তিনি।

সিনেমাটি নিয়ে আশাবাদী অপু বিশ্বাস বলেন, এতে অনেক চমক রয়েছে এবং দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। তার ভাষায়, এই সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।

প্রথমবার একসঙ্গে কাজ করা সহশিল্পী সজলকে নিয়ে প্রশংসা করতেও ভোলেননি অপু। তিনি বলেন, সজল ভীষণ বিনয়ী ও অসাধারণ একজন অভিনেতা। তার অভিনয়ের তিনি নিজেও বড় ভক্ত। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ উল্লেখ করে অপু বিশ্বাস আশা প্রকাশ করেন, দর্শক তাদের রসায়ন পছন্দ করবেন। এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ হিসেবেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভালো কাজের অপেক্ষাতেই তিনি এই বিরতি নিয়েছিলেন। দেরি হলেও এতে তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ধানের শীষে ভোট করতে দল ছাড়লেন যারা

ধানের শীষে ভোট করতে দল ছাড়লেন যারা

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App