×

নাটক

একক নাটক ‘তুমি আমার কে’ অনলাইনে সাড়া ফেলেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩১ পিএম

একক নাটক ‘তুমি আমার কে’ অনলাইনে সাড়া ফেলেছে

তুমি আমার কে নাটকের শিল্পীরা

সম্প্রতি ইউটিউব চ্যানেল ইমু এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে এফকে ডলার পরিচালিত একক নাটক ‘তুমি আমার কে’। প্রকাশের পর থেকেই নাটকটি অনলাইনে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছে।

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমু শিকদার, সুজন হাবিব, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলমসহ আরও অনেকে।

নাটকের সাফল্য উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক ঘরোয়া আড্ডার আয়োজন করা হয় গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের খাওয়া-দাওয়া রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের শিল্পীরা—ইমু শিকদার, লিটন সানজিদা মিলা, বাঁধন ও খোরশেদ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ, মুরাদ পারভেজ, শাহীন মৃধাসহ অনেকে।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী ইমু শিকদার বলেন, “ডলার ভাই সবসময় আমার ওপর ভরসা করেছেন। ‘তুমি আমার কে’ নাটকে আমি খাদিজা চরিত্রে অভিনয় করেছি। দর্শকের ভালোবাসা আমাদের পরিশ্রমের প্রমাণ। সামনে আরও কিছু কাজ আসছে যা দর্শককে মুগ্ধ করবে।”

সানজিদা মিলা বলেন, “ডলার ভাইয়ের গল্প শুনেই বরগুনা থেকে ঢাকায় এসেছিলাম কাজটি করার জন্য। দারুণ একটি অভিজ্ঞতা।”

সাব্বির আহমেদ জানান, “অনেকদিন পর কাজ শুরু করেছি। এই টিমের সঙ্গে ‘মানুষ না মানুষ’ নামের আরেকটি নাটক শিগগিরই মুক্তি পাবে।”

মুরাদ পারভেজ বলেন, “দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।”

শাহীন মৃধা বলেন, “ডলার সবসময় সিরিয়াসভাবে কাজ করে। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অসাধারণ।”

পরিচালক ফিরোজ কবির ডলার বলেন, “টেলিভিশন মিডিয়ার চাকরি ছেড়ে স্বাধীনভাবে কাজ শুরু করেছি। শুরুটা কঠিন ছিল, কিন্তু এখন দর্শক আমার কাজকে গ্রহণ করছে। সামনে আরও কিছু নতুন প্রজেক্ট নিয়ে আসছি।”

অনুষ্ঠানের শেষপর্যায়ে কেক কেটে ‘তুমি আমার কে’ নাটকের সাফল্য উদযাপন করা হয়। 

নাটকটি ইউটিউবে দেখা যাবে https://www.youtube.com/watch?v=CwXBSAJuObw এই ঠিকানায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুখবর পেলেন ১২০ চিকিৎসক

সুখবর পেলেন ১২০ চিকিৎসক

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে

রবিবার বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

রবিবার বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

কারা ক্ষমতায় আসবে নির্ধারণ করবে ছাত্র জনতা: নুরুল হক নুর

কারা ক্ষমতায় আসবে নির্ধারণ করবে ছাত্র জনতা: নুরুল হক নুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App