×

অর্থনীতি

৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৩:১৭ এএম

৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’

বাংলাদেশের ৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’র কাভার

প্রখ্যাত সাংবাদিক ও লেখক রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’ (5C) বাংলাদেশের গত ৫৩ বছরের জাতীয় বাজেটের অব্যবস্থাপনা ও এর পেছনের জটিল গতিশীলতা উন্মোচন করেছে। ‘ফাইভ সি– দুর্নীতি, ষড়যন্ত্র, পুঁজিবাদ, বৈপরীত্য এবং সহযোগিতা’ শিরোনামের এই বইটি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও বাজেট ব্যবস্থাপনার সমালোচনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেছে , যা পাঠকদের জন্য একটি চিন্তা-উদ্দীপক ও সাহসী দলিল হিসেবে আবির্ভূত হয়েছে।

প্যান আমেরিকান পাবলিশার্স ইনকর্পোরেটেড, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বইটি ওয়াশিংটন ডিসি’র পাশাপাশি নিউ ইয়র্ক, লন্ডন, বার্লিন, জুরিখ, প্যারিস, সিডনি, টোকিও, সিঙ্গাপুর, দুবাই এবং ঢাকায় একযোগে বাজারে এসেছে। এটি রাশেদ কাঞ্চনের ২৫ বছরের নিবিড় গবেষণা, পর্যবেক্ষণ এবং তুলনামূলক অধ্যয়নের ফসল।

বইটিতে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে করদাতাদের তহবিল, বিদেশি ঋণ এবং সাহায্যের অব্যবস্থাপনার একটি নির্ভীক চিত্র তুলে ধরা হয়েছে। রাশেদ কাঞ্চন বাজেটে পদ্ধতিগত দুর্নীতি, রাজনৈতিক ষড়যন্ত্র, বৈশ্বিক পুঁজিবাদ কীভাবে জনসাধারণের অর্থায়ন এবং উন্নয়নকে প্রভাবিত করেছে এবং প্রায়শই ক্ষতিগ্রস্ত করেছে, তার বিশদ সমালোচনা করেছেন।

লেখক রাশেদ কাঞ্চন বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এবং প্রতিবেদক, যিনি এটিএন বাংলা ও চ্যানেল আইতে তার কাজের জন্য সুপরিচিত। তিনি ২০০৫ সালে প্রতিষ্ঠিত ঢাকাভিত্তিক জনসংযোগ, ব্র্যান্ডিং, বিপণন এবং গণযোগাযোগ সংস্থা রাশেদ কাঞ্চন কর্পোরেশন (আরকেসি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি ২০০৩ সালের ইরাক যুদ্ধ এবং ২০০১ সালের সিয়েরা লিওনের গৃহযুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতপূর্ণ অঞ্চল থেকে সরাসরি সংবাদ সংগ্রহ করেছেন।

‘ফাইভ সি’ বইটি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মেরি উইলিয়াম সহ-সম্পাদনা করেছেন। এতে আন্তর্জাতিক একাডেমিক মানদণ্ডের সাথে স্থানীয় অন্তর্দৃষ্টির সমন্বয় ঘটানো হয়েছে। বইটি কেবল বাংলাদেশের বাজেটের ইতিহাস বিশ্লেষণ করে না, বরং এটি বৈশ্বিক অর্থনৈতিক নীতির বৃহত্তর প্রেক্ষাপটেও বাংলাদেশের অবস্থানকে তুলে ধরেছে।

‘ফাইভ সি’ বইটির বিশ্বব্যাপী বিতরণ করছে প্যানোরামা পাবলিশিং কোম্পানি, প্যারিস, ফ্রান্স, যারা এটি বিশ্বজুড়ে লাইব্রেরি, বিশ্ববিদ্যালয় এবং বইয়ের দোকানগুলোতে সরবরাহ করছে। সূক্ষ্ম গবেষণা এবং সাহসী যুক্তির মাধ্যমে ‘ফাইভ সি’ বইটি পাঠকদের জাতীয় উন্নয়নের ওপর দুর্নীতি এবং বিদেশি নির্ভরতার প্রকৃত মূল্য সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না

রাজশাহীতে ড. মঈন নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন, নিহত ২

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন, নিহত ২

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান

কঠোর না হলে ৫ জন কীভাবে গ্রেপ্তার হলো- পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার

কঠোর না হলে ৫ জন কীভাবে গ্রেপ্তার হলো- পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App