×

মধ্যপ্রাচ্য

এবার ট্রাম্পকে ড্রোন দিয়ে হত্যার হুমকি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম

এবার ট্রাম্পকে ড্রোন দিয়ে হত্যার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরায়েল-ইরান যুদ্ধে প্রচণ্ড ঝুঁকিতে ছিল ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি দিলেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা।

ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াদ লারিজানি বলেছেন, ট্রাম্প এখন আর আগের মতো ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মার-আ-লাগোয় নিশ্চিন্তে সূর্যস্নান করতে পারবেন না। 

ছাদে রোদ পোহানো অবস্থায় যে কোনো সময় একটি ছোট ড্রোন তার ওপর বিষ্ফোরিত হতে পারে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে জাওয়াদ লারিজানি এসব কথা বলেন। তিনি বলেন, ট্রাম্প এমন কিছু করেছেন- যার পরিণতিতে তিনি আর রোদে পেট উঁচিয়ে শুয়ে থাকতে পারবেন না। এমনকি একটি ছোট ড্রোন হয়তো তার নাভিতেই আঘাত হানতে পারে। বিষয়টি একেবারেই সহজ।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদেন বলা হয়, জাওয়াদ লারিজানি ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি পরিবারের সদস্য এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘদিনের উপদেষ্টা। তার এই বক্তব্য এসেছে এমন সময়, যখন ‘ব্লাড প্যাক্ট’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আলোচনার কেন্দ্রে।

ব্লাড প্যাক্ট নামের ওই প্ল্যাটফর্মটি বলছে, তাদের উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জীবন নিয়ে ব্যঙ্গ বা হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। 

আরো পড়ুন : গোপনে যে শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দিতে চেয়েছিল সৌদি

তারা ঘোষণা দিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি তহবিল গঠন করা হচ্ছে, যার পরিমাণ ১০ কোটি মার্কিন ডলার পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই চার কোটির বেশি ডলার সংগ্রহের দাবি করেছে তারা।

ওয়েবসাইটটির হোমপেজে লেখা রয়েছে, ‘যারা আল্লাহর শত্রু এবং সর্বোচ্চ নেতার জীবন হুমকির মুখে ফেলেছে, তাদের বিচারের আওতায় আনতে যারা সক্ষম হবেন, তাদের জন্য পুরস্কার রয়েছে।’

ইরানের বিপ্লবী গার্ডসের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশ-বিদেশের ইসলামি গোষ্ঠীগুলোকে পশ্চিমা দূতাবাস ও জনসমাগমস্থলে সমাবেশ করার আহ্বান জানিয়েছে।

ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় আলেম ও রাজনৈতিক নেতা ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসলামি শাস্তির বিধান মোহারেবেহ (আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ) প্রয়োগের দাবি তুলেছেন। ইরানি আইন অনুযায়ী, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই থেকে ইরানে তাকে হত্যার দাবিতে জনরোষ অব্যাহত।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে, ওই ঘটনার প্রতিশোধ নিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একাধিকবার ট্রাম্পের ওপর হামলার পরিকল্পনা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না

রাজশাহীতে ড. মঈন নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন, নিহত ২

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন, নিহত ২

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান

কঠোর না হলে ৫ জন কীভাবে গ্রেপ্তার হলো- পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার

কঠোর না হলে ৫ জন কীভাবে গ্রেপ্তার হলো- পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App