×

অর্থনীতি

এলপি গ্যাসের দাম আরও কমলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম

এলপি গ্যাসের দাম আরও কমলো

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে আরেক দফা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দর ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজির মূল্য ১ হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সেসময় ১২ কেজি সিলিন্ডারের দর ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়।

এদিন অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দর প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের মূল্য। সেসময় ভোক্তা পর্যায়ে ১ টাকা ২৭ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি জানিয়েছে, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন, বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫৭৫ মার্কিন ডলার ও ৫৪৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন, বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৫৫.৫০ মার্কিন ডলার বিবেচনায় জুলাই মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে ৪ দফা এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছিল, আর বেড়েছিল ৭ দফা। এক দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছিল। আর দর কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে মূল্য অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের অর্থ প্রেরণে নতুন দিগন্ত: দ্রুত ও সাশ্রয়ী সেবা নিয়ে এলো ‘প্রফি’

প্রবাসীদের অর্থ প্রেরণে নতুন দিগন্ত: দ্রুত ও সাশ্রয়ী সেবা নিয়ে এলো ‘প্রফি’

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বিব্রতকর হার বাংলাদেশের

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বিব্রতকর হার বাংলাদেশের

‘তোমার এক নাম্বার স্বামী কেমন আছে’, ফারিণকে প্রশ্ন নিশোর

‘তোমার এক নাম্বার স্বামী কেমন আছে’, ফারিণকে প্রশ্ন নিশোর

কেন খাদ্যতালিকায় রাখবেন চিচিঙ্গা ও ঝিঙা

কেন খাদ্যতালিকায় রাখবেন চিচিঙ্গা ও ঝিঙা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App