সেন্টমার্টিনে বিচ্ছিন্ন যোগাযোগ, খাদ্য সংকটে দ্বীপবাসী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:১০ এএম

ছবি : সংগৃহীত
টানা তিনদিন ধরে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনের সঙ্গে দেশের একমাত্র নৌপথ টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে দ্বীপে দেখা দিয়েছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। সাগরে নিম্নচাপের কারণে প্রবল ঢেউ ও জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেড়ে যাওয়ায় উপকূলের ঘরবাড়ি ও বাগানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে কোনো ট্রলার বা জাহাজ চলবে না।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, টেকনাফ নৌ-ঘাট থেকে কোনো সার্ভিস ট্রলার বা পণ্যবাহী নৌযান ছাড়তে পারছে না। উত্তাল সাগরে যাত্রী ও মালামাল পরিবহন ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলা প্রশাসনই এই নিষেধাজ্ঞা দিয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, টানা তিনদিন ধরে নৌ যোগাযোগ বন্ধ থাকায় দ্বীপের বাজারে চাল, ডাল, শাকসবজি, মাছ-মাংস সবকিছুরই সংকট তৈরি হয়েছে। দিন দিন এই সংকট আরো তীব্র হচ্ছে।
তিনি জানান, সেন্টমার্টিন থেকে পারিবারিক বা ব্যক্তিগত কাজে টেকনাফ ও কক্সবাজারে যাওয়া অন্তত দুই শতাধিক মানুষ এখন আটকা পড়েছেন। তারা দ্বীপে ফিরতে পারছেন না।
নিম্নচাপের প্রভাবে সাগরের ঢেউ স্বাভাবিকের চেয়ে অনেক বড় হওয়ায় জোয়ারের পানি দ্বীপের চরের পাশে বসতবাড়িতে ঢুকে যাচ্ছে। উপকূলীয় গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, দ্বীপ রক্ষায় চারপাশে জিও ব্যাগ ফেলে পাইলিংসহ স্থায়ী বাঁধ নির্মাণ খুবই জরুরি। নাহলে পানির ঢেউয়ের আঘাতে সেন্টমার্টিনকে রক্ষা করা কঠিন হয়ে যাবে।