×

এশিয়া

থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:১৮ এএম

থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত বন্ধে সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির নেতাদের সঙ্গে আলোচনার পর উভয়পক্ষই দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত ২৪ জুলাই থেকে থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ছড়িয়ে পড়া সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৩ জন সেনা ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সীমান্তবর্তী অঞ্চলে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুত হতে হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার স্কটল্যান্ডে নিজের ব্যক্তিগত ট্রাম্প টার্নবেরি গলফ রিসোর্ট সফরের শুরুতেই ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে ট্রাম্প জানান, উভয় দেশ যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, এটি বাস্তবে কার্যকর করতে কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায় থাইল্যান্ড।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতও আগে থেকেই শান্তি আলোচনার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে সীমান্তে নতুন করে সংঘর্ষের জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করছে।

থাই সেনাদের দাবি, কম্বোডিয়া সীমান্তে ড্রোন দিয়ে নজরদারি শুরু করেছিল, ফলে উত্তেজনা ছড়ায়। বিপরীতে, কম্বোডিয়ার অভিযোগ, থাই সেনারা পূর্ববর্তী চুক্তি ভঙ্গ করে একটি খেমার–হিন্দু মন্দির অভিমুখে অগ্রসর হলে গোলাগুলি শুরু হয়।

আরো পড়ুন : থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১৪, ঘরছাড়া লক্ষাধিক মানুষ

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধের শিকড় শত বছরের বেশি পুরোনো। ফরাসি উপনিবেশিক শাসনামলে সীমান্ত নির্ধারণকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূচনা হয়, যা একাধিকবার সংঘর্ষে রূপ নিয়েছে।

ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত সংঘাত বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের পক্ষে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তবে তিনি আশাবাদী যে শান্তি প্রতিষ্ঠার পর বাণিজ্য চুক্তি আবারও শুরু হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এই সংঘাত নিরসনে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে মাত্র একদিন আগেই থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়ামপংসা বলেছিলেন, তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন নেই। তবে হঠাৎ করেই ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে।

আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে পণ্য আমদানিতে ৩৬ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে। নতুন এই শুল্ক কার্যকরের আগেই ট্রাম্পের শান্তি আহ্বান গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প বলেন, যখন শান্তি প্রতিষ্ঠিত হবে, তখন আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার অপেক্ষায় আছি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সাইয়ারা’র নায়িকা সম্পর্কে অজানা তথ্য

‘সাইয়ারা’র নায়িকা সম্পর্কে অজানা তথ্য

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

৬০ কিমি বেগে ঝড়সহ অতি ভারী বর্ষণের শঙ্কা

৬০ কিমি বেগে ঝড়সহ অতি ভারী বর্ষণের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App