×

অর্থনীতি

দাম বেড়েছে সবজির, কিছুটা স্বস্তি ডিম ও মুরগির বাজারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম

দাম বেড়েছে সবজির, কিছুটা স্বস্তি ডিম ও মুরগির বাজারে

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে আবারও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বর্ষাকালের সরবরাহ ঘাটতি ও পরিবহন সংকটকে অজুহাত হিসেবে দেখিয়ে হঠাৎ করেই বিভিন্ন সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (৫ জুলাই) সকালে রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, রায়েরবাগ, শ্যামপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি আগের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজারে এখন বেগুন বিক্রি হচ্ছে ৮০–৯০ টাকা কেজি, শসা ৭০–৮০ টাকা, পটল ৬০–৭০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙে ৭০ টাকা এবং কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে।

ভোক্তারা বলছেন, সবজির মূল্যবৃদ্ধির কারণে তাদের দৈনন্দিন খরচ বেড়ে গেছে। যাত্রাবাড়ীর একজন ক্রেতা জানান, “প্রতি সপ্তাহেই দাম বাড়ছে, কিন্তু আয় তো বাড়ে না। শুধু সবজি কিনতেই এখন হাজার টাকার কাছাকাছি খরচ হয়ে যাচ্ছে।”

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি পরিবহন সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে এবং খরচও বেড়েছে।

সবজি বিক্রেতা জসিম মালি বলেন, “বৃষ্টির কারণে সময়মতো পণ্য আসছে না। এখন অনেক সবজির মৌসুম শেষের দিকে, তাই দাম একটু বেশি। নতুন ফসল উঠলে আবার কমে যাবে।”

তবে সবজির বাজারে অস্থিরতার মাঝেও ডিম ও মুরগির দামে কিছুটা স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। কোরবানির ঈদের পর থেকে এ দুই পণ্যের দাম কিছুটা কমেছে। বর্তমানে বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০–১১৫ টাকায়, যা ঈদের আগে ছিল ১৩০–১৪০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৪০–১৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগির দাম ৩০০–৩২০ টাকা কেজি।

খুচরা বিক্রেতারা বলছেন, খামার পর্যায়ে উৎপাদন ও সরবরাহ বাড়ায় এই দুটি পণ্যের দামে স্থিতিশীলতা এসেছে।

এদিকে মাছ-মাংসের দামেও তেমন পরিবর্তন দেখা যায়নি। বিক্রেতারা আগের দামের কাছাকাছিই পণ্য বিক্রি করছেন, ফলে এসব ক্ষেত্রে ভোক্তাদের মধ্যে তেমন অসন্তোষ নেই।

মুদি পণ্যের বাজারেও বড় কোনো হেরফের হয়নি। তেল, চিনি, ডাল, আটা, ময়দা, সুজি, পেঁয়াজ, আলু, রসুন, আদাসহ বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য আগের দামে কেনা যাচ্ছে।

তবে ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকির অভাবেই এই দামের ওঠানামা বেড়ে গেছে। তারা সরকারের প্রতি বাজার মনিটরিং জোরদার করা ও চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু ভারতের

রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু ভারতের

স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনার যত উপকারিতা

স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনার যত উপকারিতা

মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা জানালেন জায়েদ

মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা জানালেন জায়েদ

ডাকসু নির্বাচন: ভোটারদের ‘লাল কার্ড’

ডাকসু নির্বাচন: ভোটারদের ‘লাল কার্ড’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App