ডিএমটিসিএল নিয়োগ
সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:০২ এএম

ছবি : সংগৃহীত
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। পাশাপাশি দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করা ও নিয়োগ প্রক্রিয়ায় ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে সব পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
আরো পড়ুন : ১ মাসের আল্টিমেটাম শিক্ষকদের
এর আগে ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ বিজ্ঞপ্তি-১১-এ উল্লিখিত সেকশন ইঞ্জিনিয়ার (ক্রমিক ৯-১৮) পদসমূহের জন্য ১৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেটের সামনে শিক্ষার্থীরাও বিক্ষোভ করে।
জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ডিএমটিসিএলের ১০ ধরনের প্রকৌশলী নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে।