জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)-এর আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রামে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এই উৎসব শুরু হয় শুক্রবার (৭ নভেম্বর)। যুক্তির ধার, মুক্তচিন্তার চর্চা ও তরুণদের মেধা বিকাশে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে প্রাণবন্তভাবে অংশ নেন। চূড়ান্ত পর্বে আন্তঃস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকরা অংশ নেন তর্কযুদ্ধে। তাদের তথ্যনির্ভর উপস্থাপনা ও প্রাঞ্জল বক্তব্যে দর্শকরা মুগ্ধ হন।
স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে আগ্রাবাদ বালিকা বিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আফরা আনান সারা (সরকার দলের মন্ত্রী)। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন তানজিম রহমান।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন সানজিদা মারিয়াম অবন্তি (সরকার দলের সংসদ)। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন যথাক্রমে সাবিহা তাবাসসুম (চট্টগ্রাম কলেজ) এবং আতেফ শাহরিয়ার (চট্টগ্রাম বন্দর কলেজ)।
বিশ্ববিদ্যালয় পর্যায়য়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ডিবেটিং ক্লাব এবং রানার্স আপ হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন সাদ আল আশরাফি (সরকার দলীয় সংসদ)। টুর্নামেন্ট শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মিরাজ বিশ্বাস।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সেক্রেটারি, আইইবি)। মোহাম্মদ আবদুল মোতালেব (প্রক্টর, ইউএসটিসি)। প্রফেসর ডা. নুরুল আবসার (ট্রেজারার, ইউএসটিসি), ডা. হেদায়েত উল্লাহ (এসোসিয়েট প্রফেসর এবং ডিন, ফেস্ট, ইউএসটিসি)। এছাড়া সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং বিতর্কপ্রেমীরাও উপস্থিত ছিলেন।
পুসাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ, স্থায়ী সদস্য ফাহমিদুর রহমান অমি ও চট্টগ্রাম জোনের উপদেষ্টা মাশরুর আনোয়ার।
আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ বলেন, ‘জুলাই পুনর্জাগরণ শুধুই একটি বিতর্ক উৎসব নয়; এটি মুক্তবুদ্ধি, যুক্তি ও তারুণ্যের প্রতিচ্ছবি। আজকের বিতার্কিকরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।’
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পুসাব তরুণ সমাজকে যুক্তিবাদী ও প্রগতিশীল চিন্তার চর্চায় অনুপ্রাণিত করতে এমন জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখবে।
