×

আবহাওয়া

এবার শীত নামবে কবে? সারাদেশে ঠান্ডার দাপট কেমন থাকবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

এবার শীত নামবে কবে? সারাদেশে ঠান্ডার দাপট কেমন থাকবে?

নভেম্বরের ১৫ তারিখের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের উপস্থিতি স্পষ্ট হবে। ছবি : সংগৃহীত

বাংলা পঞ্জিকার পাতায় অগ্রহায়ণ আসতে বাকি আরো কয়েকদিন। কার্তিকের এই শেষ লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে নামছে শীতের আমেজ। কোথাও কোথাও ভোরে দেখা মিলছে হালকা কুয়াশার, ঘাসের ডগায় ঝরছে শিশির বিন্দু, প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনবার্তা।

তবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় এখনো গরমের অস্বস্তি পুরোপুরি কাটেনি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আগের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে গরমের দাপট কিছুটা কমে আসবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এখনো শীতকাল শুরু না হলেও শেষরাত ও ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমছে। যখন দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি বা তার নিচে নেমে আসে, তখনই আমরা শীতের অনুভূতি পাই।

তার মতে, বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে সাধারণত মধ্য নভেম্বর থেকেই শীতের প্রকৃত সূচনা হয়।

উত্তরাঞ্চলে শুরু শীতের ছোঁয়া, ঢাকায় এখনো গরম

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস—যার ব্যবধান ১০ ডিগ্রির কম হওয়ায় শীতের অনুভূতি এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি। এই পার্থক্যই সেখানে শীতের উপস্থিতি জানান দিচ্ছে।

শনিবারের বুলেটিনে দেখা গেছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মল্লিক বলেন, সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকেই পঞ্চগড়, রাজারহাট, শ্রীমঙ্গল, রাজশাহী, কুষ্টিয়া, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে শীতের আমেজ স্পষ্ট হয়। তবে ঢাকায় সেটি আসতে কিছুটা সময় লাগবে।

তিনি আরো জানান, যদি বাতাসের গতি বাড়ে এবং সূর্যের আলো কমে আসে, তবে রাজধানীতেও শীতের অনুভূতি দ্রুত বাড়বে।

‘উনো বর্ষা, দুনো শীত’—প্রবাদে কতটা সত্য?

বাংলাদেশের প্রচলিত প্রবাদ “উনো বর্ষা, দুনো শীত”—অর্থাৎ বর্ষায় বৃষ্টি কম হলে শীতে ঠান্ডা বেশি পড়ে। তবে এবছর সেই প্রবাদ পুরোপুরি মেলে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর বর্ষায় ও পরবর্তী সময়েও দেশে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। নভেম্বরের শুরুতেও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে।

আবুল কালাম মল্লিক বলেন, যে বছর বেশি বৃষ্টি হয়, সে বছর শীত কিছুটা কম পড়ে, কারণ মাটিতে তখন আর্দ্রতা বেশি থাকে। তবে প্রবাদটি এসেছে মানুষের দীর্ঘ পর্যবেক্ষণ থেকে, যার সঙ্গে বৈজ্ঞানিক বাস্তবতার কিছুটা মিল রয়েছে।

চিকিৎসকদের সতর্কবার্তা

প্রান্তিক অঞ্চলে ধীরে ধীরে শীত বাড়লেও ঢাকায় এখনো গরমের প্রভাব রয়েছে। এই পরিবর্তনশীল আবহাওয়ায় চিকিৎসকরা দিচ্ছেন বিশেষ সতর্কতার পরামর্শ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ফরহাদুল ইসলাম বলেন, এই সময়ে জ্বর, গা ব্যথা, চিকনগুনিয়া ও ডেঙ্গুর রোগী বেশি দেখা যাচ্ছে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে ঠান্ডাজনিত শ্বাসকষ্টের রোগী বাড়ে।

তিনি জানান, শীত শুরু হওয়ার আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্টে আক্রান্তদের প্রতিরোধমূলক ভ্যাকসিন ও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কবে নামবে শীত?

আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের ১৫ তারিখের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের উপস্থিতি স্পষ্ট হবে। ঢাকায় শীত পৌঁছাতে আরো কিছুদিন সময় লাগতে পারে। তবে, বাতাসের প্রবাহ বাড়লে এবং দিন ছোট হতে শুরু করলে সারা দেশেই ক্রমান্বয়ে ঠান্ডা পড়বে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে ভিভোর ৮ বছর: বিশেষ অফারে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক

দেশের বাজারে ভিভোর ৮ বছর: বিশেষ অফারে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক

‘বেস্ট ইন এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো জোবায়ের ইসলাম

‘বেস্ট ইন এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো জোবায়ের ইসলাম

‘জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন’

এ্যাবের আলোচনা সভায় রিজভী ‘জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন’

পাবনায় ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুন্নবী স্বপন

বিপ্লব ও সংহতি দিবস পাবনায় ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুন্নবী স্বপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App