×

বিনোদন

শুটিংয়ে বন্যহাতির আক্রমণের শিকার সজল-বুবলী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৬:০৯ পিএম

শুটিংয়ে বন্যহাতির আক্রমণের শিকার সজল-বুবলী

ছবি: সংগৃহীত

   

নতুন চলচ্চিত্র ‘শাপলা শালুক’–এর শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও অভিনেতা আব্দুন নূর সজল। ভারতের সীমান্তঘেঁষা শেরপুরের নালিতাবাড়ী এলাকায় যখন সিনেমার দৃশ্যধারণ চলছিল, তখন হঠাৎ করেই সেখানে হাজির হয় একঝাঁক বন্যহাতি।

বুবলী বলেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।’ সজল বলেন, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

সিনেমার চরিত্র প্রসঙ্গে সজল বলেন, ‘চরিত্রটি খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সবগুলো চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ, চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোম্যান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ১০-১৫ দিনের একটি রিহার্সেলেও অংশ নিতে হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘যেকোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায়, তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’

নির্মাতা লাজুক জানালেন, সিনেমাটি অ্যাকশন, রোমান্টিক এবং পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। কিছুটা ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়াও রয়েছে। উল্লেখ্য, ‘শাপলা শালুক’–এ সজল ও বুবলীর পাশাপাশি আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

মাহাথির মোহাম্মদের শততম জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

মাহাথির মোহাম্মদের শততম জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

শিগগিরই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত বাংলাদেশ দেখতে পাবো: খালেদা জিয়া

শিগগিরই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত বাংলাদেশ দেখতে পাবো: খালেদা জিয়া

পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে নোশনহাইভ

পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে নোশনহাইভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App