×

বিনোদন

৭ মাস পর দেশে ফিরলেন অপূর্ব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

৭ মাস পর দেশে ফিরলেন অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তিনি ঢাকায় ফেরেন।

দেশে ফেরার খবরটি নিশ্চিত হয়েছে অপূর্বর নিজ ফেসবুক পেজে দেয়া এক পোস্ট থেকে। সেখানে তিনি একটি বিমানের জানালা দিয়ে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, “ফিরছি…”—মাত্র এক শব্দেই বুঝিয়ে দিয়েছেন তার ফেরার অনুভূতি।

২০২৪ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব। উদ্দেশ্য ছিল স্ত্রী ও পরিবারের সঙ্গে সময় কাটানো। অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। 

কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার শুটিং ফ্লোরে ফিরবেন অপূর্ব। ওয়েবসিরিজ 'গোলাম মামুন' এর দ্বিতীয় কিস্তির শুটিং দিয়ে শুটিংয়ে অংশ নেবেন তিনি। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। 'গোলাম মামুন ২' এর জন্য এরই মধ্যে প্রি-প্রোডাকশন চলছে।

এবারই প্রথম নয়, এর আগেও ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন অপূর্ব। তখন দুই মাস পর দেশে ফিরেছিলেন। তবে এবারের সফরটি ছিল তুলনামূলক দীর্ঘ এবং অনেকটাই অভিনয় থেকে দূরে কাটানো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুখবর পেলেন ১২০ চিকিৎসক

সুখবর পেলেন ১২০ চিকিৎসক

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে

রবিবার বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

রবিবার বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

কারা ক্ষমতায় আসবে নির্ধারণ করবে ছাত্র জনতা: নুরুল হক নুর

কারা ক্ষমতায় আসবে নির্ধারণ করবে ছাত্র জনতা: নুরুল হক নুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App