কার্তিক-শ্রীলীলার বিয়ের প্রস্তুতি শুরু!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
বেশ কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন, বলিউড সেনসেশন কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা প্রেম করছেন। বিশেষ করে পরিচালক অনুরাগ বসুর ‘আশিকি ৩’-এ জুটি বাঁধার পর থেকেই এই গুঞ্জন যেন একটু বেশিই। এরই মাঝে যেভাবে সোশাল মিডিয়ায় বারবার কার্তিক ও শ্রীলীলার ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছে, এ থেকে বোঝাই যাচ্ছে যা রটছে, তা কিছু তো বটে। আর এবার সেই গুঞ্জনকে উসকে দিলো কার্তিক ও শ্রীলীলার নতুন ছবি।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পুজোর ছবি। সেখানেই দেখা গিয়েছে, শ্রীলীলা ও তার মায়ের। এমনকি, শ্রীলীলার সঙ্গে কার্তিকের মায়ের এবং শ্রীলীলার মায়ের সঙ্গে কার্তিকের ছবিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ছবি দেখেই গুঞ্জন চলছে, আশিকি ৩ জুটির বাস্তবের প্রেমও জমে গিয়েছে। হয়তো এবার বিয়ের প্রস্তুতি শুরু। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কার্তিক ও শ্রীলীলা দুজনেই।
কয়েক মাস আগেই উত্তরবঙ্গের নানা জায়গায় আশিকি ৩-এর শুটিং সেরেছেন শ্রীলীলা ও কার্তিক। শোনা যায়, সেই ছবির শুটিংয়েই প্রেম দানা বাঁধে দুজনের। এমনকি সেই সময়ই এই জুটির বহু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছিল। তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু।
দক্ষিণী ছবি পুষ্পা ২-র আইটেম গান থেকে বলিউডের নজরে পড়েন শ্রীলীলা। শোনা যায়, তখনই অনুরাগ বসু ঠিক করে নেন আশিকি ৩-ছবির নায়িকা হবে তিনি। এর আগে শ্রীলীলীর জায়গায় এসেছিল তৃপ্তি দিমরির নামও।