×

আন্তর্জাতিক

ইউক্রেনে বড় হামলা রাশিয়ার, নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

ইউক্রেনে বড় হামলা রাশিয়ার, নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওপর সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ সেপ্টেম্বর) কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আগের দিন রোববার ভোরে রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে চারজন নিহত এবং রাজধানী কিয়েভে সরকারি কার্যালয়ে আগুন ধরে যায়।

হামলার পর ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ‘সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন’ এবং মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘কঠোর’ মার্কিন প্রতিক্রিয়ার প্রত্যাশা করছেন।

গত ১৫ আগস্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

রোববারের (৭ সেপ্টেম্বর) হামলায় কিয়েভের প্রাণকেন্দ্রে মন্ত্রিসভা কমপ্লেক্সের ছাদ থেকে আগুনের শিখা উড়তে দেখা যায়। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রথমবারের মতো সরকারি কার্যালয় লক্ষ্যবস্তুতে পরিণত হলো।

ইউক্রেনের জরুরি সেবা জানায়, ড্রোন হামলায় রাজধানীর বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া ইউক্রেনে বেসামরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, তারা কিয়েভে একটি কারখানা ও একটি লজিস্টিক হাবকে লক্ষ্যবস্তু করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ শহরের সীমানার মধ্যে অন্য কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি। জেলেনস্কি তার সন্ধ্যাকালীন ভাষণে বলেন, আজকের এই হামলার ঘটনায় অংশীদারদের কাছ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া জরুরি। পুতিন বিশ্বকে পরীক্ষা করছে। আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি কঠোর প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি। এটা এখনই দরকার।

ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অন্তত ৮১০টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পেরোলে ডাকসু নির্বাচন, নতুন ভোরের অপেক্ষা

রাত পেরোলে ডাকসু নির্বাচন, নতুন ভোরের অপেক্ষা

হজমশক্তি বাড়ায় যে ৪ ফল

হজমশক্তি বাড়ায় যে ৪ ফল

কার্তিক-শ্রীলীলার বিয়ের প্রস্তুতি শুরু!

কার্তিক-শ্রীলীলার বিয়ের প্রস্তুতি শুরু!

নেপালে ‘জেন জি’দের বিক্ষোভে বলপ্রয়োগ, সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালে ‘জেন জি’দের বিক্ষোভে বলপ্রয়োগ, সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App