১৬ বছরের যাত্রায় নতুন অধ্যায়
লা রিভ উদযাপন করলো দ্য গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
লা রিভ উদযাপন করলো দ্য গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট
দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উদযাপন করেছে তাদের ১৬ বছরের সাফল্যের যাত্রা এবং এই উপলক্ষে আয়োজিত কন্টেস্ট -এর বিজয়ীদের সম্মাননা অনুষ্ঠান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের উইন্টার গার্ডেনে আয়োজিত ’লা রিভ গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট’ -এ উপস্থিত ছিলেন কর্পোরেট অতিথি, মিডিয়া প্রতিনিধি, ফ্যাশন ব্যক্তিত্ব, ও লা রিভ পরিবারের সদস্যরা।
গালার মূল থিম ছিল Power of Sixteen: Legacy in Every Stitch যেখানে লা রিভ তুলে ধরেছে তাদের সৃজনশীলতা, ঐতিহ্য ও বিশ্বাসের প্রতিফলন। একই সাথে, নতুন উইন্টার কালেকশন ২০২৫ ও নতুন ১৬ তারকার মাধ্যমে র্যাম্পে তুলে ধরে ব্র্যান্ডটি।
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “এই ১৬ বছর আমাদের কাছে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং ফ্যাশনের গতানুগতিক ধারার পরিবর্তনের অপরিহার্যতার গল্প। প্রতিটি ডিজাইনের মধ্যে আমরা খুঁজেছি এমন ভারসাম্য, যেখানে স্টাইল মিলেছে কার্যকারিতার সঙ্গে।”
তিনি বলেন, “১৬ বছরপূর্তিতে ফেস হান্ট কন্টেস্ট: সিক্সটিন স্টার্স ছিল আমাদের এমন এক প্রয়াস, যেখানে ফ্যাশন ও সৌন্দর্য হয়ে উঠেছে আত্মপ্রকাশের ভাষা, নিজের মতো করে নিজেকে প্রকাশের সাহস। আমরা এমন ১৬জন মডেল ও কন্টেন্ট ক্রিয়েটর তৈরির চেষ্টা করেছি যারা পজিটিভ ইমেজ ও কন্টেন্ট দিয়ে সমাজ, এমনকী দেশের জন্যেও ইতিবাচক বার্তা দিতে পারবেন।”
তিনি আরও যোগ করেন, ”১৬ বছর পূর্তি উপলক্ষে লা রিভের আরেকটি কন্টেস্ট ছিল ফ্ল্যাশব্যাক ইন লা রিভ লুকস। আমাদের দেশে পোশাক পুনর্ব্যবহার বা রি-ইউজ করার প্রচলন পুরাতন। আমরা দেখেছি, কাস্টমাররা অনেক আগে কেনা লা রিভের পোশাকগুলিকে নতুনভাবে স্টাইল করে বেশ কয়েক বছর ধরেই পরছেন। কোয়ালিটি এবং সাস্টেইনেবিলিটির এই ইন্সপিরেশন থেকেই আমরা অনলাইনে এই কন্টেস্টটি আয়োজন করেছি। “
উল্লেখ্য, ১৬ বছরপূর্তির অংশ হিসেবে ২টি কন্টেস্ট আয়োজন করেছিল লা রিভ। সারা দেশ থেকে বাছাই করা ১৬ জন ফাইনালিস্টকে ঘিরে আয়োজন করা হয় Face Hunt 2025 – Sixteen Stars Contest এর ফাইনাল রাউন্ড। অনলাইন ক্যাম্পেইন হিসেবে আয়োজন করা হয় ফ্ল্যাশব্যাক ইন লা রিভ লুক কন্টেস্ট, যেখানে লা রিভের পোশাকে প্রিয় মুহূর্ত শেয়ার করেছিলেন লা রিভ ভক্তরা। ২টি কন্টেস্টেই পাবলিক ভোট ও জুরিবোর্ডের সমন্বয়ে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
গালা সন্ধ্যায় আরো প্রদর্শিত হয় লা রিভ উইন্টার কালেকশন ২০২৫। গড়পড়তার ভারি পোশাকের বদলে সরল, ক্লিন বা নিপাট ডিজাইনের শীত পোশাক দেখা গেছে বেশি। এমন পোশাক যা উষ্ণতার পাশাপাশি অভিজাত লুক দেবে, আবার ট্রেন্ডের সাথেও তাল মেলাবে। পাশাপাশি, খুব সহজেই নিত্য-দিনের যেকোনো আয়োজনে পরে ফেলা যাবে বা ম্যাচ করবে। মিনিমাল, ট্রেন্ডি, এবং ক্লাসি - এই তিনটি ডিজাইন পিলারের অনুপ্রেরণায় তৈরি হয়েছে লা রিভের নতুন উইন্টার কালেকশন। যার নামকরণ করা হয়েছে ‘অ্যাসেনশিয়ালিজম’ বা অপরিহার্যতা। র্যাম্প শোয়ের শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
র্যাম্প শেষে অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ড সেরিমনি, যেখানে সম্মাননা দেওয়া হয় ফ্ল্যাশব্যাক ইন লা রিভ লুকস ও ফেস হান্টের টপ ১৬ ফাইনালিস্টদের। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন রিভ গ্রুপের চেয়ারম্যান এম রেজাউল হাসান। তিনি বিজয়ীদের অভিনন্দন ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে গালা ডিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
Wear Your Dream দর্শনে অনুপ্রাণিত লা রিভ বিশ্বাস করে, ফ্যাশন কেবল পোশাক নয়, বরং নিজেকে প্রকাশ করার মাধ্যম। ১৬ বছরের এই যাত্রায় লা রিভ হয়ে উঠেছে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটি অনন্য নাম, যেখানে Legacy in Every Stitch কথাটা শব্দে নয়, বাস্তবেই প্রতীয়মান হয়ে উঠছে।
