×

ফুটবল

‘মাথা উঁচুতে রাখো’, ফাইনালে হারের পর উত্তরসূরীদের বার্তা মেসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম

‘মাথা উঁচুতে রাখো’, ফাইনালে হারের পর উত্তরসূরীদের বার্তা মেসির

ছবি : সংগৃহীত

লাতিন পরাশক্তি আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো। সোমবার (২০ অক্টোবর) ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটি।

২০০৭ সালের পর এবারই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা। ফাইনালে সুযোগ ছিল ১৮ বছরের খরা কাটানোর। টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে শিরোপার দৌড়ে ফেবারিট ভাবা হচ্ছিল। যদিও ম্যাচজুড়ে ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও প্রতিপক্ষের জালের দেখা পায়নি আর্জেন্টাইনরা। উল্টো যতবারই বল পায়ে এসেছে, প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কানরা। 

ফাইনাল হারের পর আর্জেন্টাইন যুবাদের উদ্দেশ্যে বার্তা দেন মেসি। ইনস্টাগ্রাম পেজে দলের প্রতি সমর্থন আর স্বান্ত্বনার সুরে মেসি লিখেন, ‘মাথা উঁচু রাখো, ছেলেরা! তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমরা শিরোপা তুলে ধরবে। তবুও তোমাদের অসাধারণ সব সাফল্য আমরা উপভোগ করছি এবং যেভাবে তোমরা তোমাদের হৃদয় দিয়ে নীল ও সাদা জার্সির জন্য লড়েছে, আমরা গর্বিত।’

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ওঠা আর্জেন্টিনা শিরোপার মঞ্চে এসে হোঁচট খায় মরক্কোর কাছে। ম্যাচ শেষে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচে বলেন, ‘আজকের পরিস্থিতি আমাদের বিশ্বকাপে আগের ম্যাচগুলো থেকে আলাদা ছিল। আমরা আমাদের শক্তি পুরোপুরি দেখাতে পারিনি। আমরা ঘুরে দাড়াতে বা একটি গোল করতে পারিনি।’

অবশ্য নিজেদের ব্যর্থতার সঙ্গে প্রতিপক্ষকেও কৃতিত্ব দিলেন আর্জেন্টিনার কোচ, ‘জয়টা তাদের প্রাপ্য। তারা শারীরিকভাবে খুব শক্তিশালী। আমাদের কিছু খেলোয়াড় পুরোপুরি পারফর্ম করতে পারেনি। ফলে আমাদের জন্য কঠিন হয়ে পড়ে ম্যাচটি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যবসায় বিপ্লবের নতুন অধ্যায় ও ভবিষ্যতের পেশা প্রম্পট ইঞ্জিনিয়ার

এআই ও অটোমেশন ব্যবসায় বিপ্লবের নতুন অধ্যায় ও ভবিষ্যতের পেশা প্রম্পট ইঞ্জিনিয়ার

শেকৃবির উপাচার্য ও নিপসমের অধ্যাপকের বিরুদ্ধে গবেষণা নকলের অভিযোগ

শেকৃবির উপাচার্য ও নিপসমের অধ্যাপকের বিরুদ্ধে গবেষণা নকলের অভিযোগ

মা হলেন পরিণীতি চোপড়া, যে বার্তা পাঠালেন প্রিয়াঙ্কা

মা হলেন পরিণীতি চোপড়া, যে বার্তা পাঠালেন প্রিয়াঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App