বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৮ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই এবং এদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কয়েকজন নাগরিককে ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাঠানো তিনজনের কেউই জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজও প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পাঁচজনের বিষয়ে যে মন্তব্য করেছেন, তাদের কেউই এখন পর্যন্ত দেশে ফিরে আসেননি। তাদের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে তাদের কোনো ধরনের জঙ্গি সম্পৃক্ততা নেই।
মালয়েশিয়ার আইজিপি যে পাঁচজন বাংলাদেশিকে জঙ্গি সম্পৃক্ত বলে দাবি করেছেন, তা সরকার কীভাবে দেখছে? এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার আইজিপি কী বলেছেন, আমি তা জানি না। আমরা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো বার্তা পাইনি। তবে যেসব মাধ্যমে তথ্য এসেছে, তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।
আরো পড়ুন : নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হয়েছে তাজিয়া মিছিল
দেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত এক দশকে মিডিয়ার সহযোগিতায় আমরা জঙ্গিবাদ নির্মূলে সফল হয়েছি। আগে মিডিয়া জঙ্গিবাদ সংক্রান্ত তথ্য দিত— এখন দিতে পারে না, কারণ এখন দেশে জঙ্গি তৎপরতা নেই।
তিনি বলেন, আপনাদের (গণমাধ্যমের) বড় ভূমিকা রয়েছে জঙ্গিবাদ নির্মূলে। তাই এই সফলতার অংশীদার গণমাধ্যমও।
বাংলাদেশকে বিভিন্ন মহল থেকে ‘জঙ্গি তকমা’ দেওয়ার অপচেষ্টা চলছে কি না— এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তারা আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে।