প্রতিদিনই এখন বিশেষ—জীবনের উপলব্ধি নিয়ে সুনেরাহ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

সুনেরাহ বিনতে কামাল
মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুধু অভিনয় দিয়ে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিতির কারণে ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়। নিজের ব্যক্তিগত ভাবনা, অনুভূতি এবং জীবনের ছোট ছোট উপলব্ধি নিয়মিতই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
সম্প্রতি এক আবেগঘন পোস্টে সুনেরাহ জানিয়েছেন,“সবচেয়ে সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে তুলে রাখতাম কোনো বিশেষ দিনের জন্য। অথচ, সেগুলো আর কখনও পরাই হয়নি।”
এই উপলব্ধি থেকেই জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তিনি লিখেছেন, “এখন থেকে প্রতিটি দিন উদযাপন করব—জীবিত থাকার জন্য, সুস্থ থাকার জন্য, মানসিক প্রশান্তির জন্য। প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকব। এর চেয়ে বিশেষ আর কী হতে পারে? আলহামদুলিল্লাহ।”
২০১১ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন সুনেরাহ। থিয়েটারের মঞ্চে কাজ করার অভিজ্ঞতার পর বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ভূষিত হন তিনি।
সুনেরাহর এই জীবনদর্শন—প্রতিদিনকে উপভোগ করার আহ্বান—আজকের ব্যস্ত, অনিশ্চয়তায় ঘেরা সময়ে সত্যিই এক অনুপ্রেরণা।