×

শিক্ষা

আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই

নতুন এ কারিকুলামে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের প্রতিফলন থাকবে। ছবি : সংগৃহীত

২০২৭ সাল থেকে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে চালু হতে যাচ্ছে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম)। এরপর ধাপে ধাপে এই নতুন কারিকুলাম বাস্তবায়িত হবে দশম শ্রেণি এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কারিকুলামের প্রাথমিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের যে আন্দোলন হয়েছিল, তার ‘বড় প্রতিফলন’ থাকবে নতুন কারিকুলামে। যদিও কারিকুলামের ভিত্তি হিসেবে ২০১২ সালের পুরোনো সংস্করণ নেওয়া হবে নাকি ২০২২ সালের কারিকুলাম ধরেই এগোনো হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

বিগত আওয়ামী লীগ সরকার ২০২২ সালের জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করেছিল ২০২৩ সাল থেকে। এ কারিকুলাম ২০২৪ সাল পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত চালু ছিল। পরিকল্পনা অনুযায়ী এটি ২০২৭ সাল নাগাদ দ্বাদশ শ্রেণিতে পৌঁছানোর কথা ছিল।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার মাধ্যমিকে আবার ২০১২ সালের কারিকুলামে ফিরে যায়। তবে প্রাথমিক স্তরে ২০২২ সালের কারিকুলাম বহাল রাখা হয়েছে।

বর্তমান সরকার আবারও নতুনভাবে একটি পরিমার্জিত ও বাস্তবভিত্তিক কারিকুলাম চালুর উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন, নতুন কারিকুলাম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ডিসেম্বরে ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হবে, যাতে ২০২৭ সাল থেকে বাস্তবায়ন শুরু করা যায়।

আরো পড়ুন : বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশপ্রেম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ—এই মৌলিক চেতনার জায়গাগুলো অপরিবর্তনীয় থাকবে। তবে শিক্ষাদান ও শেখার পদ্ধতিতে গ্লোবাল প্রেক্ষাপট এবং ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের প্রতিফলন থাকবে।

এনসিটিবির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন জানান, এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কমিটি ২০১২ বা ২০২২ সালের কারিকুলাম পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। এখনো ‘নিড অ্যাসেসমেন্ট’ বা কাঠামো চূড়ান্ত হয়নি, তাই মন্তব্য করাটা সময়োপযোগী নয়।

এক মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আমরা নতুন একটি শিক্ষা কার্যক্রম তৈরি করছি। প্রযুক্তি, অন্তর্ভুক্তি ও মানসম্পন্ন শিক্ষার বিষয়গুলো সেখানে থাকবে। আমাদের মুক্ত চিন্তাকে প্রাধান্য দিতে হবে। এই উদ্যোগ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, একসঙ্গে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিকুলাম পরিবর্তন কোনোভাবেই সুচিন্তিত সিদ্ধান্ত নয়। তাই ষষ্ঠ শ্রেণি থেকেই শুরু করে প্রতি বছর এক শ্রেণি করে ধাপে ধাপে বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, ২০২২ সালের কারিকুলামের মূল ভিত্তি ছিল—মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং সংবিধানের চার মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তবে এতে আউটকাম-ভিত্তিক শিক্ষাদান, মূল্যায়ন প্রক্রিয়া ও পাঠদানের পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছিল, যা শিক্ষক-অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। অনেকেই অভিযোগ করেন, কারিকুলাম বাস্তবায়নের চাপ, প্রশিক্ষণের ঘাটতি ও বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনে এই অসন্তোষেরও বড় প্রভাব ছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম

ধুন্দলের যত উপকারিতা

ধুন্দলের যত উপকারিতা

চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন ডিসি-এসপিরা: হাসনাত আব্দুল্লাহ

চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন ডিসি-এসপিরা: হাসনাত আব্দুল্লাহ

জুলাই সনদ কী, এ নিয়ে এত আলোচনা কেন?

জুলাই সনদ কী, এ নিয়ে এত আলোচনা কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App