×

সরকার

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহর ইচ্ছায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। চিফ অ্যাডভাইজার যে তারিখ ঘোষণা দিয়েছেন আমরা সেই অনুযায়ী প্রস্তুত আছি এবং সম্পূর্ণ প্রস্তুত।

নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রোপাগান্ডার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখন দেশ স্বাধীন। আগে যেমন অনেক কিছু প্রকাশ করা যেত না, এখন সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে। যখন জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে, তখন কোনো বাধা টিকবে না। জনগণই এখানে মূল ফ্যাক্টর।

আরো পড়ুন : নির্বাচন নিয়ে চাপ দিলে দায়িত্ব ছাড়বেন সিইসি

অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন উপলক্ষেই নয়, দেশে অন্য সময়ও যেন কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব।

নির্বাচনকে কেন্দ্র করে বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। শুধু নির্বাচনের সময় নয়, সবসময়ই যেন দেশে অস্ত্র প্রবেশ না করতে পারে সে দিকেও নজর থাকবে।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকায় বসবাসরত জনগণও খুব সচেতন। তারা আমাদের সঙ্গে থেকে সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App