×

জাতীয়

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৩:০৭ পিএম

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

ছবি : সংগৃহীত

৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছে। আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে সম্মেলনে আলোচনার জন্য নির্ধারিত বিষয়গুলোরও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে আলোচ্য ইস্যুগুলোর মধ্যে রয়েছে, সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য ও বেসামরিক ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশভিত্তিক দুষ্কৃতিকারীদের হামলা প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামো সম্পর্কিত বিভিন্ন ইস্যু, বাংলাদেশ-ভারত সীমান্তে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধির উদ্যোগ।

আরো পড়ুন : জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর কলকাতায়। তখন বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের নেতৃত্বে ছিলেন মহাপরিচালক অশ্বিনী কুমার।

বিজিবি-বিএসএফের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ১৭-২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

উল্লেখ্য, শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা যেসব ইস্যুতে

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App