×

সরকার

পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম

পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার পরই আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিয়ম অনুযায়ী আগেই অ্যাকশনে যাওয়া উচিত ছিল। তবে পুলিশ সক্রিয় হলে সমালোচনা শুরু হয় যে তারা ‘বেশি করে ফেলেছে’।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে দলের কার্যকলাপ নেই, তারা চাইবে নির্বাচন না হোক। কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা ঠেকানো রাজনৈতিক দল, জনগণসহ সবার দায়িত্ব। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

আরো পড়ুন : চবিতে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ, পরীক্ষা স্থগিত

জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি। যদি সেই ঐক্যে ফাটল ধরে, তবে দোসররা সুযোগ নিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে।

জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগুন ধরানোর পর পুলিশ বাধা দিয়েছে। তবে নিয়ম হচ্ছে, আগেই অ্যাকশনে যাওয়া। কিন্তু যখনই পুলিশ অ্যাকটিভ হয়, তখন অভিযোগ ওঠে তারা বেশি করছে।

দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকাসহ আশপাশে এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে জানিয়ে তিনি বলেন, ১২৩টি সংগঠন এসব অবরোধ করেছে। অথচ অবরোধের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচি মাঠে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে করলেই জনদুর্ভোগ ও যানজট কমে।

তিনি বলেন, গতকাল চট্টগ্রামেও একটি ঘটনা ঘটেছে। এসব যাতে ধীরে ধীরে কমে আসে, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জামায়াতের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জামায়াতের

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ

১ সেপ্টেম্বর বাজারে আসছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’

১ সেপ্টেম্বর বাজারে আসছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’

ঢাকায় অনুষ্ঠিত হলো কানেক্ট লাইভ টোকিও এক্সপেরিয়েন্স শেয়ার মিটআপ

ঢাকায় অনুষ্ঠিত হলো কানেক্ট লাইভ টোকিও এক্সপেরিয়েন্স শেয়ার মিটআপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App