জুলাই আন্দোলনের আত্মত্যাগ বৃথা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যাবে না। যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মনে সন্দেহের কোনো জায়গা নেই, এই গ্রাফিতি থাকবে। সামনে নির্বাচিত সরকার এলেও একে অপসারণ করার কোনো কারণ নেই।
মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদদের স্মরণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে শহীদ পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জাহাঙ্গীর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে ইতিহাসভিত্তিক এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এটি কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, বরং ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস।
আরো পড়ুন : জুলাই সনদ বাস্তবায়নে নতুন সংকট
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের এই গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা। নতুন প্রজন্মকে জানতে হবে—জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহামিদুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম।
উদ্বোধিত গ্রাফিতিতে ফুটে উঠেছে জুলাই আন্দোলনের বীরযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগ। এতে স্থান পেয়েছেন রিকশাচালক মোহাম্মদ সুজন, আন্দোলনে নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরের শহীদ আবু সাঈদ এবং নিহত শহীদ গোলাম নাফিজ।