বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করল কানাডা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মানে, কানাডার নাগরিকদের বাংলাদেশ সফরে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পাশাপাশি দেশের পার্বত্য তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন : বাংলাদেশসহ ৯ দেশের ভিসা নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত
কানাডা সরকার জানিয়েছে, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী হরতাল-অবরোধের কারণে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে। এমনকি এর কোনো আগাম সংকেতও নাও পাওয়া যেতে পারে।
বিশেষ করে পার্বত্য তিন জেলায় ভ্রমণ এড়াতে নাগরিকদের কড়া নির্দেশনা দিয়েছে কানাডা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অঞ্চলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে কানাডার নাগরিকদের পার্বত্য এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।