মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, প্রকাশ্যে বেবিবাম্প

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন, গত সপ্তাহে ছড়িয়ে পড়া খবরের সত্যতা পাওয়া গেছে। প্রকাশ্যে ধরা পড়েছে তার বেবিবাম্প।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, চেরি রঙের গাউন পরে তিনি রয়েছেন, এবং সেই ছবিতেই তার বেবিবাম্প দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
প্রিয় তারকার মাতৃত্বের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে আনন্দ ও উত্তেজনা দেখা দিয়েছে। কেউ লিখেছেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না,’ আবার অন্য এক ভক্ত জানিয়েছেন, ‘ক্যাটরিনার মা হওয়ার খবর শুনে আমি ছেলেমানুষের মতো খুশি।’
সন্তানের সম্ভাব্য জন্মের সময়ও জানা গেছে। চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসে ক্যাটরিনা সন্তানের জন্ম দিতে পারেন। তবে নায়িকা ও তার স্বামী ভিকি কৌশল এই বিষয়ে এখনও কিছু জানাননি।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। অন্যদিকে, ভিকি কৌশলকে দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়, যেখানে তিনি রাশমিকা মান্দানার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
প্রকাশ্যে ধরা পড়া বেবিবাম্পের সঙ্গে, ভক্তদের উচ্ছ্বাস এখন দ্বিগুণ। মাতৃত্বের এই নতুন অধ্যায়কে কেন্দ্র করে দর্শক ও ভক্তরা আগ্রহের সঙ্গে তার প্রথম সন্তানের আগমনের অপেক্ষা করছেন।